Barak UpdatesHappeningsBreaking News

স্বাস্থ্যে স্বস্তি ! শিলচর মেডিক্যালে যোগ দিলেন নিউরোসার্জন
Neurosurgeon Dr Sambuddha Dhar joins SMCH

ওয়েটুবরাক, ২২ অক্টোবরঃ দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর শিলচর মেডিক্যাল কলেজে একজন নিউরোসার্জন কাজে যোগ দিলেন। আজ শুক্রবার ডা. সম্বুদ্ধ ধর এখানে এসে এই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। চুক্তি ভিত্তিক নিযুক্তি হলেও বরাক উপত্যকার মানুষ স্বস্তি বোধ করছেন। ডা. ধর বলেন, এখানকার মানুষ অনেকদিন ধরে একজন নিউরোসার্জনের অভাববোধ করছেন। তাই তিনি শিলচর মেডিক্যাল কলেজের প্রস্তাবে রাজি হয়ে যান। তাঁর কথায়, তিনি মানুষের প্রত্যাশাপূরণে সেরাটা দেওয়ারই চেষ্টা করবেন। স্নায়ু সংক্রান্ত সমস্যায় রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে চেষ্টার ত্রুটি রাখবেন না।

ডা. সম্বুদ্ধ ধর পণ্ডিচেরির জিপমার থেকে এমবিবিএস, এমএস পাশ করেন। পরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে করেন এমসিএইচ (নিউরো সার্জারি)। শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া বলেন, কলেজের পঞ্চাশ বছরের ইতিহাসে এই প্রথম একজন নিউরোসার্জন কাজে যোগ দিলেন। এ অবশ্যই সুখের ও স্বস্তির। তিনি সে জন্য মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা, জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিঙ্ঘল এবং জেলাশাসক কীর্তি জল্লিকে সাধুবাদ জানান।

ডা. বেজবরুয়ার কথায়, এই অঞ্চলে সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। মাথায় ও  মেরুদণ্ডে চোট  নিয়ে রোগীরা এখানে আসেন। আগে তাদের বাইরে পাঠানো হতো। এখন তাদের চিকিৎসাও এখানেই হবে বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। ডা. বেজবরুয়া জানান, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন রেজিস্ট্রার এবং চারজন স্নাতকোত্তর ছাত্রকে নিয়ে একটি ‘টিম সম্বুদ্ধ’ তৈরি করা হয়েছে। সপ্তাহে দুইদিন নিউরোলজি বহির্বিভাগে রোগীর স্বাস্থ্যপরীক্ষা করা হবে। ডা. ধরকে পেয়ে শিলচর মেডিক্যাল কলেজে  নিউরোতে এমসিএইচ কোর্স চালুর কথাও ভাবছেন অধ্যক্ষ ডা. বেজবরুয়া।

প্রসঙ্গত, একজন কার্ডিওলজিস্ট ও একজন নিউরোসার্জনের দাবিতে আন্দোলন গড়ে তুলেছে ‘থাউজেন্ড সায়ন্তনস’৷ দাবি আদায়ে ক্রমাগত চাপ দিতে থাকেন সৌমিত্রশংকর চৌধুরী সহ সংস্থার কর্মকর্তারা৷ আগেই ডা. হৃদরোগ বিশেষজ্ঞ রাকেশ গোপালকে নিযুক্তি প্রদান করা হয়৷ এ বার নিউরোসার্জন সম্বুদ্ধ ধরকে নিয়োগ করায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker