NE UpdatesHappeningsBreaking News
পিপিই কিট বানাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওNEF Railways is also making PPE Kits
১৭ এপ্রিল: করোনা ভাইরাসের চিকিৎসা,পরীক্ষানিরীক্ষা এবং সতর্কতামূলক ব্যবস্থায় অত্যন্ত জরুরি পরিধেয় পারসনাল প্রটেকটিভ ইক্যুপমেন্ট (পিপিই) কিট তৈরি করছে উত্তর-পূর্ব সীমান্ত রেলও৷ মূলত রেল দফতরই উদ্যোগটা গ্রহণ করে৷ ঘোষণা করে, ১ লক্ষ পিপিই কিট তারা মে মাসে তৈরি করবে৷ ৩০ হাজার এ মাসেই বানানোর পরিকল্পনা করে এরা মাঠে নেমে পড়েছে৷ এরই মধ্যে সমস্ত ধরনের পরীক্ষা সেরে গোয়ালিয়র ডিআরডিও থেকে প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করেছে৷ বিভাগীয় উদ্যোগে সামিল হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলও৷ এরা এই মাসে ২ হাজার কিট তৈরির লক্ষমাত্রা স্থির করেছে৷ আসামের ডিব্রুগড় ও নিউ বঙ্গাইগাঁওয়ের ওয়ার্কশপে সেই কাজ চলছে৷ গত দুই-তিন দিনে শ-দেড়েক কিট এখানে তৈরি হয়ে গিয়েছে৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, ভারতীয় রেলের চিকিৎসক, মেডিক্যাল প্রফেশনাল, হেলথ ওয়ার্কার এবং কেয়ার গিভাররাও করোনার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন৷