Barak UpdatesIndia & World UpdatesBreaking News
২৮-২৯ মার্চ পরিবার ট্রাস্টের জাতীয় সম্মেলন শিলচরেNational Conference of Parivar Trust at Silchar on 28-29 March
১১ মার্চ: শারীরিক প্রতিবন্ধী সন্তানদের অভিভাবক ট্রাস্ট ‘পরিবার’ এ বার তাদের জাতীয় সম্মেলন শিলচরে করবে৷ আগামী ২৮ মার্চ উদ্বোধন হবে দুইদিনের এই সম্মেলন৷ তাতে উত্তর-পূর্বের বাইরে থেকে ৫০ জন অংশ নেবেন৷ অসম সহ উত্তর-পূর্ব থেকে থাকবেন ২০০ জন৷ মূলত, সক্ষম নামে সমগোত্রীয় সংগঠনের দক্ষিণ অসম প্রান্তকে সহযোগী হিসেবে পেয়েই শিলচরকে জাতীয় সম্মেলনের জন্য বাছাই করেছে পরিবার ট্রাস্ট৷
সক্ষমের প্রান্ত সম্পাদক মিঠুন রায় একে সফল করে তুলতে নিজের বাহিনী নিয়ে নেমে পড়েছেন৷ তিনি অন্যদেরও এই সম্মেলন সফল করে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান৷