India & World UpdatesBreaking News
ভোটের মুখে বিজেপির ‘নমো টিভি’NaMo TV goes live ahead of elections
১ এপ্রিলঃ ভোটের মুখে বিজেপির পক্ষ থেকে যাত্রা শুরু করল নতুন টিভি চ্যানেল ‘নমো টিভি’। এই টিভি চ্যানেলটি দেশের প্রধান ডিটিএইচ পরিষেবাগুলির মাধ্যমে দেখতে পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার ছাড়াও নরেন্দ্র মোদির আরও কিছু ভিডিও সেখানে দেখতে পাওয়া যাবে বলে দলের পক্ষে জানানো হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের নানা দিক এবং গণতন্ত্রের উৎসব প্রচারের লক্ষ্যেই এই চ্যানেল চালু করা হয়েছে।
চ্যানেলের লোগোতে থাকছে নরেন্দ্র মোদির একটি ছবি। নমো টিভিতে একটি স্ক্রোল বাটন থাকবে। যেখান থেকে দর্শকরা প্রধানমন্ত্রীর ভাষণের অংশ পড়তে পারবেন। সরকারের চালু করা বিভিন্ন নীতিমালা ও প্রকল্পের বিবরণ বিজ্ঞাপন হিসেবে দেখানো হবে এই চ্যানেলে। মোদির নামে নামকরণ করা একটি অ্যাপও রয়েছে নমো অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীকে বার্তা এবং ই-মেল পাঠানো যাবে।
এ দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে দেশের মানুষকে নমো টিভি দেখার আহ্বান জানিয়েছেন। এর আগে মোদি ২০১২ সালে গুজরাটের নির্বাচনের আগে এই নমো টিভি চ্যানেল চালু করার চেষ্টা করেছিলেন। ২০০৭ সালেও বিধানসভা নির্বাচনের সময় মোদি ‘বন্দে গুজরাট’ নামে একটি আইপিটিভি চ্যানেল চালু করেছিলেন। কিন্তু সে সময়ে নির্বাচন কমিশন তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এই টিভি চ্যানেল দেশের প্রধান সব ডিটিএইচ পরিষেবায় দেখতে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে এয়ারটেল, টাটা স্কাই, ডিশ টিভি ইত্যাদি।