Barak UpdatesHappeningsBreaking News

অবসরের তিন বছর পর নিযুক্তি তালিকায় নাম!
Name features in selection list 3 years after retirement

৯ ফেব্রুয়ারি: তামাশা আর কাকে বলে! বিনা বেতনে ১৯৮৭ সাল থেকে লাগাতার শিক্ষকতা করেছেন। ভেঞ্চার স্কুলটির প্রাদেশিকীকরণের জন্য কতই না চেষ্টা করেছেন।  ২০০৫ সালে তারাপুর ষষ্ঠ খণ্ডের হাজি হামিদ রাজা এলপি স্কুল প্রস্তাবিত প্রাদেশিকীকরণের তালিকায় ঢুকল (বিভাগীয় শব্দ রিকগনিশন পেল) বটে, কিন্তু প্রাদেশিকীকরণ হতে কেটে গেল আরও ১৬ বছর। ততদিনে সব আশার জলাঞ্জলি দিয়ে বিনা বেতনেই চাকরি থেকে অবসর নেন মতির্ময় দাস। তা-ও তিন বছর আগের কথা। কিন্তু এ বার প্রাদেশিকীকরণের পর নিযুক্তি তালিকায় জ্বলজ্বল করে উঠল ৬৩ বছর বয়সী মতির্ময় দাসের নাম। চাকরিতে যোগদানের সম্ভাবনা নেই জেনেও প্রধানশিক্ষক জসিমউদ্দিন বড়ভুইয়াকে বলেছিলেন, নিযুক্তিপত্রটা সংগ্রহ করে নিতে। সেটি চাইবার পর ঘুম ভাঙে শিক্ষা বিভাগের। হিসেব করে বলেন, তিনি তো আর চাকরিতে যোগ দিতে পারবেন না। এমন কাউকে নিযুক্তিপত্রও দেওয়া যায় না।

Rananuj

মতির্ময়বাবু ভাবছিলেন, অন্তত শিক্ষকের সরকারি স্বীকৃতিটা পাবেন। না, তাও জুটল না। প্রাক্তন মন্ত্রী লুতফুর রহমানের জমিতে এই স্কুল তৈরিতে কম খাটুনি হয়নি মতির্ময়বাবুর। প্রতিষ্ঠাতা শিক্ষকদের একজন। সকালে সাইকেলে শিলচরে এসে পত্রিকা নিয়ে ঘরে ঘরে বিলি করে সংসার টেনেছেন। তবু নিয়মিত স্কুলে যেতেন। আশায় ছিলেন, একসময় প্রাদেশিকীকরণ হবে, দুঃখ ঘুচবে। ৩১ বছরেও সে আশা পূরণ হল না। আক্ষেপটা থেকেই গেল তাঁর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker