NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ঠিকাদার হত্যা ঘিরে ডিমা হাসাওয়ে চাঞ্চল্য, তদন্তে গেলেন ডিআইজিMurder of contractor in Dama Hasao leads to tense situation
2 মেঃ ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাওয়ে গত সপ্তাহে সন্তোষ হোজাই নামে এক ঠিকাদারকে অপহরণকারীরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। এর পাঁচদিন পর তাঁর মৃতদেহ উদ্ধার হয়। অর্ধদগ্ধ অবস্থায় মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এই ঘটনা ঘিরে ডিমা হাসাও জেলায় লকডাউনের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভেঙে দেওয়া জঙ্গি সংগঠন ডিএইচডি-র ততকালীন সুপ্রিমো দিলীপ নুনিসা তাঁর প্রাক্তন ক্যাডারের মৃত্যুতে পুলিশকেই দায়ী করেন। সোজাসুজি বলেন, পুলিশই তাকে তুলে নিয়ে মেরে ফেলেছে। সন্তোষবাবুর ্স্ত্রীও একই সুরে অভিয়োগ জানিয়ে গ়ৌহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। এতে সাড়া দিয়ে হাইকোর্ট ডিজিপি ভাস্করজ্যোতি মহন্তকে আগামী 4 মে এ সংক্রান্ত রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে।
এরই প্রেক্ষিতে শুক্রবার হারাঙ্গাজাও ছুটে যান ডিআইজিদিলীপকুমার দে। শনিবারও এ নিয়েই হাফলঙে কাটান। আডসু, জেএনএইচ সহ বিভিন্ন সংগঠন এই মৃত্যুর তদন্তে সিবিআই বা এনআইএ-কে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান। বিষয়টি নিয়ে পাহাড়ি জেলায় অনেকটা জল গড়াবে, এরই ইঙ্গিত মিলছে।