Barak UpdatesHappenings

সংসদে বাংলায় বললেন রাজদীপ, চাইলেন সিজিএইচএস
MP Rajdeep Roy speaks in Bengali in Lok Sabha, demands for CGHS

২১ সেপ্টেম্বরঃ কাছাড়ের চার দলীয় কর্মীকে শোকজ করতে গিয়ে অসমিয়া চিঠিতে নিজেও অসমিয়ায় স্বাক্ষর করেছেন যিনি, তিনিই আবার এর ঠিক কয়েকঘণ্টা আগে লোকসভায় বাংলা ভাষায় নিজের বক্তব্য পেশ করেছেন। রবিবার মধ্যরাতে সাংসদ ডা. রাজদীপ রায় শিলচরে শীঘ্র সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম (সিজিএইচএস) ইউনিট স্থাপনের জন্য লোকসভায় দাবি জানান।

Rananuj

তিনি স্পষ্ট বাংলায় বলেন, আসামে গুয়াহাটি, ডিব্রুগড় ও শিলচরে ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। গুয়াহাটি এবং ডিব্রুগড়ে সিজিএইচএস নির্মাণ হয়ে গেলেও বঞ্চিত রয়ে গেল শিলচর। তিনি যে এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন এবং তিনি তাঁকে আশ্বস্তও করেছিলেন, সে কথাও লোকসভাকে জানান বিজেপি সাংসদ ডা. রায়। তাঁর কথায়, “এই অতিমারির সময়ে পেনশনারদের পাশে দাঁড়াতে না পারলে আমরা বোধ হয় ঠিকঠাক কর্তব্য পালন করতে পারছি না৷”

সিজিএইচএস হল কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনারদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রকল্প৷ এর অধীনে তাঁদের জন্য রয়েছে হাসপাতাল, ডিসপেনসারি ইত্যাদি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker