NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মাল্টি মডেল লজিস্টিক পার্ক আদায়ে তৎপর সাংসদ রাজদীপMP Dr Rajdeep Roy knock the doors of FM Sitaraman & Sonowal for MMLP & Greenfield Airport in Silchar
ওয়েটুবরাক, ১৮ জুলাই : গতবছর বিধানসভা নির্বাচনের আগে শিলচরে এসে মাল্টি মডেল লজিস্টিক পার্কের কথা বলেছিলেন কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতীন গাড়কারি৷ মানুষ বিপুল ভোটে বিজেপিকে ক্ষমতায় ফিরিয়েছে৷ এখন ওই লজিস্টিক পার্ক আদায়ে উঠেপড়ে লেগেছেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়৷ এখনই তা আদায়ের অনুকূল পরিবেশ৷ নীতীন গাড়কারি এখনও ভূতল পরিবহন মন্ত্রী৷ এর সঙ্গে যুক্ত হয়েছে সর্বানন্দ সোনোয়ালের জলপথ, জাহাজ ও বন্দর মন্ত্রক৷ বিভাগীয় অনুমোদনে কোনও সমস্যার কথা নয়৷ প্রয়োজন অর্থের ব্যবস্থা৷ তাই তিনি গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করেন৷ জোর দিয়ে বলেন, ৩০০ থেকে ৬০০ কোটি টাকা লাগবে এই প্রকল্পে৷ ২০২২-২৩ বাজেটে সে জন্য অর্থের বন্দোবস্ত করতে হবে৷
এর যে বিরাট সম্ভাবনার জায়গা রয়েছে, তাও তিনি অর্থমন্ত্রীকে বুঝিয়ে বলেন৷ জানান, শিলচরকে ঘিরে রেখেছে চারটি রাজ্য৷ মেঘালয়, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা৷ জনসংখ্যা ও পরিকাঠামো দুই দিক থেকেই শিলচর শহর চার রাজ্যের রাজধানী থেকে এগিয়ে৷ রয়েছে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তও৷
Called on @sarbanandsonwal ji at his office to discuss a few issues related to the development of the state of #Assam in general and #BarakValley in particular.
Had discussion with MOS @Shantanu_bjp too on a few relevant issue.#PortsShippingandWaterways pic.twitter.com/maOXim2DyJ
— Dr Rajdeep Roy MP ( MS, MCh) (@drrajdeeproy) July 14, 2021
রাজদীপবাবু জানান, অর্থের বন্দোবস্ত আগামী বাজেটে হয়ে গেলে আর কোনও সমস্যা থাকবে না৷ জমির বন্দোবস্তও প্রায় পাকা৷ এরই মধ্যে জেলা প্রশাসন ১২৭ বিঘা জমি চিহ্নিত করেছে৷ আরও ৭০-৮০ বিঘা জমির প্রয়োজন হলে, তাও অধিগ্রহণ করা যাবে৷
তাঁর কথায়, শিলচরে মাল্টি মডেল লজিস্টিক পার্ক হয়ে গেলে বরাক উপত্যকার চেহারা পাল্টে যাবে৷ সড়ক, রেল ও জলপথের যেমন বিকাশ ঘটবে, তেমনি এর ৫০ কিলোমিটারের মধ্যে তৈরি হবে আন্তর্জাতিক বিমানবন্দর৷ বাইরে থেকে জলপথে সামগ্রী এখানে আসবে, যাবে৷ আবার শিলচর ভায়া অন্যত্রও যাতায়াত করবে৷ এখান থেকেই জলপথে আসা সামগ্রী গন্তব্যের দিকে ছুটবে৷ কোনও চালান ট্রেনে, কোনওটা সড়কপথে৷ ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে৷
রাজদীপবাবু জানান, দুটো প্রকল্প নিয়ে তিনি স্বপ্ন দেখছেন৷ দুটো ব্যাপারই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে নজরে নিয়েছেন৷ দ্বিতীয়টা হল, নতুন বিমানবন্দর৷ শিলচরের সাংসদ বললেন, এই কাজও অনেকটা এগিয়ে রয়েছে৷ অসামরিক বিমান পরিবহন দফতরের একটি দল কবেই সার্ভে করে গিয়েছে৷ তিনটি জায়গা নিয়ে কথা হচ্ছিল৷ সবকটি সরেজমিনে দেখার পরই তারা রিপোর্ট করে, খরিল নয়, বিমানবন্দর হতে পারে ডলু বা শিলকুড়িতে৷ ৬৩৫ কোটির টাকার প্রকল্পে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দেবে ৯০ শতাংশ ৷ বাকিটা দেবে অসামরিক বিমান চলাচল দফতর৷ তাই তিনি সীতারমনের সহযোগিতা চান৷ দুটো ব্যাপারেই অর্থমন্ত্রী সায় জানিয়েছেন বলে ডা. রাজদীপ জানান৷
Also Read: উড়ালপুলে সিঙ্কিং জোন পেরোবে মহাসড়ক