NE UpdatesHappeningsBreaking News
সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কার্ফু অসমেMovement of individuals prohibited in Assam between 6 PM to 6 AM
২ অগস্ট: অসমে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের গণ্ডি পার করল। মৃত্যু বেড়ে ১০১৷ স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ গুয়াহাটিতে সংক্রমণ কমে আসছে৷ তিনি আশাবাদী, ৩১ অগস্টের মধ্যে অবস্থার আরও উন্নতি ঘটবে৷
সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৩৫৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১১ হাজার ২৬৫ জন। এই অবস্থায় আনলক-৩ ধীরে ধীরে প্রয়োগের পক্ষপাতী অসম সরকার৷ তবে নৈশকার্ফু তোলা হচ্ছে না৷ বরং তা সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত করার কথা ঘোষণা করেছেন ড. শর্মা৷ জুলাই মাসে রাজ্যে আন্তঃজেলা যাতায়াত বন্ধ ছিল৷ এখন সপ্তাহে সোম ও মঙ্গলবারের জন্য তা খুলে দেওয়া হবে৷ তবে সাপ্তাহিক হাট-বাজার বন্ধই থাকবে৷
স্বাস্থ্যমন্ত্রী এ দিন বিরোধীদের একহাত নেন৷ এরা বেশি দামে পিপিই কিট কেনার অভিযোগ এনেছিলেন হিমন্তের বিরুদ্ধে৷ কেন্দ্রের কাছ থেকে টাকা এনে অপরিকল্পিত ব্যয়েরও অভিযোগ করেন৷ হিমন্ত জানান, অসমই সবচেয়ে কম দামে পিপিই কিট কিনতে সমর্থ হয়েছে৷ টেন্ডার ডাকা হলে সর্বনিম্ন দর এসেছিল ৩ হাজার ২০০ টাকা৷ তা খারিজ করে তিনি নিজে দরদাম শুরু করেন৷ তাতে গড়ে প্রতিটি পিপিই কিটের দাম পড়েছে সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা৷
প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর উদ্দেশে হিমন্তের প্রশ্ন, করোনা মোকাবিলায় একদিনও কি কাউকে মাস্ক পরার কথা বলেছেন তিনি? কোনওদিন প্লাজমা দানের ব্যাপারে কোনও বিবৃতি দিয়েছেন? সমস্ত বিরোধী নেতাদের দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, একজনও কি আরোগ্য তহবিলে একটি টাকা দিয়েছেন?