Barak UpdatesBreaking News
সম্মিলিত থেকে পদত্যাগের হিড়িক
More resignations from Sammilito Mancha

১৩ জুনঃ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। রূপমের ইস্তফা-চিঠির পর বিষয়টি সামনে আসে। এর আগে-পরে মঞ্চ ছেড়েছে গণসুর, ক্লাব ওয়েসিস ও চেতনা। চেতনার অঞ্জন স্বামী একই কারণে মঞ্চের কোষাধ্যক্ষ পদেও ইস্তফা দিয়েছেন। মঞ্চের সদস্যপদ ছেড়ে সভাপতিকে চিঠি দিয়েছেন ডা. রাজীব করও। সকলেরই এক বক্তব্য, দুয়েকজনের সঙ্গে আর চলা যাচ্ছিল না। তাই বেরিয়ে যাওয়ারই সিদ্ধান্ত।
রবিবার এ নিয়েই তোলপাড় শিলচরের সাংস্কৃতিকমহল। চর্চা সচেতন ব্যক্তিবর্গের মধ্যেও। মঞ্চের কর্তাব্যক্তিরাও সঙ্কট থেকে উত্তরণের জন্য পন্থা-পদ্ধতি খুঁজে চলেছেন। সোমবার এ নিয়ে বৈঠক ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ।