NE UpdatesHappeningsBreaking News
রাজ্যের সব জেলায়ই হবে ফরেনার্স ট্রাইব্যুনালMore Foreigners’ Tribunal to be set up in every district of Assam
৩ সেপ্টেম্বর : রাজ্য সরকার আসামের সবক’টি জেলায় ফরেনার্স ট্রাইব্যুনাল স্থাপন করবে। এনআরসির সংযোজিত তালিকা প্রকাশের দু’দিন পর রাজ্যের সর্বানন্দ সরকার এই ঘোষণা দিয়েছে। রাজ্য সরকার এও বলেছে, এই বছরের শেষে রাজ্যে মোট ৪০০টি ফরেনার্স ট্রাইব্যুনাল স্থাপন করা হবে।
প্রসঙ্গত, এনআরসির চূড়ান্ত তালিকা থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা এই ফরেনার্স ট্রাইব্যুনালগুলোতে তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে রাজ্যের ২৬টি জেলায় মোট ১০০টি ফরেনার্স ট্রাইব্যুনাল রয়েছে। এর মধ্যে ৫৬টিকে এনআরসি-র আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। পুনরায় আবেদনের সময়সীমাও বেড়ে ৬০ দিন থেকে ১২০ দিন করা হয়েছে।
রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন, আগস্ট মাসেই দু’শটি ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের সব জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হয়েছে, আবেদনের সম্ভাব্য সংখ্যার ওপর ভিত্তি করে তাঁরা যেন ট্রাইব্যুনাল স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানান।