Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় জেলায় আরও কোভিড পরীক্ষা কেন্দ্র
More Covid test centres started in Cachar

ওয়েটুবরাক, ১৮ মে : কাছাড় জেলায় কোভিড সংক্রমণের হার  বাড়ছেই ৷ তাই জেলার বেশ কিছু স্থানে কোভিড স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে l

Rananuj

শহরাঞ্চলের যে সকল এলাকায় রেপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার স্থাপন করা হয়েছে সেগুলি হচ্ছে, আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র , অভয়চরণ ভট্টাচার্য পাঠশালা, দুর্গাশংকর পাঠশালা, নাজিরপট্টি এলপি স্কুল, অধরচাঁদ হাই স্কুল, তরুণরাম ফুকন এলপি স্কুল, ছোটেলাল শেঠ ইনস্টিটিউট, বিক্রমপুর স্বাস্থ্যখন্ড এলাকায় বিক্রমপুর বিপিএইচসি , ফুলবাড়ি এমপিএইচসি, গণিরগ্রাম এসডি, শিবটিলা এমপিএইচসি l

লক্ষ্মীপুর স্বাস্থ্যখন্ড এলাকায় বাঁশকান্দি এমপিএইচসি, ছোটো মামদা এমপিএইচসি, জিরিঘাট এমপিএইচসি এবং লক্ষ্মীপুর বিপিএইচসি l

একইভাবে বড়খলা এলাকায় বড়খলা বিপিএইচ সি, সোনাবাড়িঘাট এসএইচসি, রাজনগর এমপিএসসি, শালচাপরা এমপিএসসি এবং চিবিটাবিচিয়া মডেল হাসপাতাল l

সোনাই স্বাস্থ্যখন্ড এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র , সোনাবাড়িঘাট এসএইচসি, হরিনা এমপিএইচসি, কচুদরম মডেল হাসপাতাল, নতুন রামনগর এবং রেঙ্গটি পিএইচসি l

এ ছাড়া জালালপুর বিপিএইচসি, কালাইন সিএইচ সি এবং কাটিগড়া মডেল হট হাসপাতালে এই টেস্ট সেন্টার কাজ করবে l

এদিকে ধলাই , নরসিংপুর, বড়জালেঙ্গi, পালংঘাট মডেল হাসপাতাল , বিদ্যারতনপুর, এবং দর্মীখাল এমপিএইচসিতেও টেস্ট সেন্টার কাজ করবে l

অনুরূপভাবে উধারবন্দ, ছোট দুধপাতিল মডেল হাসপাতাল, ঠালিগ্রাম এবং দিগর কাশিপুর এমপিএইচসি, হরিনগর স্বাস্থ্য খন্ড এলাকার হরিনগর বিপিএইচসিতে এবং দয়াপুর এমপিএসসি তে এই রেপিড অ্যান্টিজেন টেস্ট অর্থাৎ রেট টেস্ট সেন্টার স্থাপন করা হয়েছে যাতে করে জনসাধারণ কোভিড স্ক্রিনিং সেন্টারে গিয়ে নিজ নিজ স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন l জনসংযোগের শিলচর শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker