Barak UpdatesHappeningsBreaking News
সিভিল হাসপাতালে গিয়ে নার্সদের সংবর্ধনা জানালেন বিধায়ক দিলীপ
MLA Diip Paul felicitate nurses at S.M. Dev Civil Hospital

১২ মে: নার্স ডে-তে নার্সদের সংবর্ধনা জানালেন বিধায়ক দিলীপকুমার পাল। বললেন,রোগীদের সেবায় তাঁদের অনবদ্য অবদানের তুলনা হয় না। উল্লেখ্য, বিশ্বের দরবারে নার্স আর নার্সিং এর গুরুত্ব বুঝিয়েছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গল। তাঁর আদর্শকে পাথেয় করেই চিকিৎসাজগতে শুশ্রূষা শব্দ একটা আলাদা মান্যতা পেয়েছে। একটা বিশেষ জায়গা জুড়ে আছেন নার্সরা। সেই মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্মদিন ১২ মে। দিনটি আন্তর্জাতিক নার্সডে হিসেবে পালন হয়ে থাকে সমগ্র বিশ্বে। এর প্রেক্ষিতেই নার্সদের সম্মান জানালেন বিধায়ক দিলীপ পাল। মঙ্গলবার শিলচর সিভিল হাসপাতালে যান বিধায়ক। সেখানে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান নার্সদের।