Barak UpdatesHappeningsBreaking News

মিজো দুষ্কৃতীদের বোমায় উড়ে গেল কাছাড়ের আরেক স্কুল
Mizo miscreants bomb another school in Cachar

৭ নভেম্বর: মিজোরাম সীমা সংলগ্ন কাছাড়ের আরও একটি স্কুলে বিস্ফোরণ ঘটাল দুষ্কৃতীরা৷ শুক্রবার রাত দেড়টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে ধলাইর খুলিছড়া, পাইনমপুঞ্জি প্রভৃতি এলাকা৷ বোমায় উড়ে গিয়েছে আপার পাইনম এলপি স্কুলের টিনের চাল৷ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের দালানবাড়ি৷ এলাকাবাসী বেরিয়ে দেখেন, একদল মিজো দুষ্কৃতী মিজোরাম পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে থেকে হৈ-হুল্লোড় করে বিজয়ীর ঢঙে এলাকা ছাড়ছে৷ স্কুলে যে এরাই বোমা মেরেছে, বোঝার বাকি থাকেনি তাঁদের৷

Rananuj

ডিআইজি দিলীপকুমার দে জানান, রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে৷ তাঁর অনুমান, মিজোরামের দুষ্কৃতীরাই এই কাজ করেছে৷  শুক্রবার খুলিছড়ায় বর্ডার আউটপোস্ট তৈরি করতে গেলে মিজোরামের তরফে বাধা দেওয়া হয়েছিল৷ আসাম পুলিশ তা অগ্রাহ্য করে কেন্দ্রীয় বাহিনীকে সেখানেই রাখার ব্যবস্থা করলে মিজোরাম অসন্তোষ প্রকাশ করে৷ এরা এরই বহিঃপ্রকাশ ঘটায় বোমা বিস্ফোরণের মাধ্যমে, বলেন ডিআইজি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker