Barak UpdatesHappeningsBreaking News
বিজেপি ছাড়লেন আমিনুল, বুধবার কংগ্রেসে যোগ দেবেন
ওয়েটুবরাক, ১৯ মার্চ: লোকসভা নির্বাচনের মুখে বিজেপি ছাড়লেন প্রাক্তন প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর৷ তিনিই রাজ্যে বিজেপির একমাত্র মুসলিম বিধায়ক ছিলেন৷ মঙ্গলবার দলের প্রদেশ সভাপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে সমস্ত দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেন৷ আমিনুল বলেন, ২০১১ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ তখন ইউডিএফের মত ”সাম্প্রদায়িক শক্তি”কে ঠেকানোই ছিল মূল লক্ষ্য৷ এখন বিজেপি ইউডিএফকে সঙ্গে নিয়েই চলছে৷ গত বিধানসভা নির্বাচনে তাঁকে দলীয় মনোনয়ন দিয়ে আরও চারজনকে নির্দল দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল৷ তাতেই সোনাই আসনে ইউডিএফ প্রার্থী জেতেন৷ তাঁর জয়কে আগামীদিনে আরও নিশ্চিত করতে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের মাধ্যমে সোনাইর হিন্দু ভোটারদের অন্য আসনে সরিয়ে নেওয়া হয়৷ তাই বিজেপির সঙ্গে থাকলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার বলেই তিনি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷ বুধবার কংগ্রেসে যোগ দিচ্ছেন বলেও জানান আসাম রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আমিনুল৷ ২০১৬ সালে তিনিই ছিলেন বিজেপির একমাত্র মুসলমান বিধায়ক৷ ২০১৯ সালে বিধানসভার ডেপুটি স্পিকার পদ শূন্য হলে একবছর তিনি ওই পদের দায়িত্বভার সামলেছিলেন৷