NE UpdatesAnalyticsBreaking News
ত্রিপুরার মন্ত্রী-বিধায়কদের ৩০ শতাংশ বেতনও কোভিড তহবিলেMinisters & MLAs of Tripura donates 30% salary to fight COVID-19
৮ এপ্রিল : এ বার ত্রিপুরাতেও মন্ত্রী বিধায়করা তাদের বেতনের ৩০ শতাংশ কোভিড-১৯ তহবিলে জমা দেবেন। রাজ্য মন্ত্রিসভার কেবিনেট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের পথে হেঁটে ত্রিপুরা কেবিনেট বিধায়কদের আগামী দু’বছরের তহবিল বাতিল করে দিয়েছে। উল্লেখ্য, একদিন আগে কেন্দ্রীয় কেবিনেট এক বৈঠকে বসে সাংসদদের বেতন ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তে সাংসদদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও রয়েছেন।
ত্রিপুরা কেবিনেটের এই সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এক টুইট বার্তায় বলেছেন, ‘মন্ত্রিসভার বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব বিধায়কদের বেতন ৩০ শতাংশ কেটে রাখা হবে এবং তা রাজ্যের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে কোভিড-১৯ মোকাবিলায় গঠন করা তহবিলে জমা করা হবে।’ তিনি বলেন, বিধায়কদের তহবিলও দু বছরের জন্য বাতিল করা হয়েছে। মঙ্গলবার আসাম মন্ত্রিসভার বৈঠকেও একইভাবে মন্ত্রী ও বিধায়কদের বেতন ৩০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।