Barak UpdatesHappeningsBreaking News
পুরসভার পাশে নতুন দালানবাড়িতে অস্থায়ীভাবে শুরু হচ্ছে মিনি সচিবালয়Mini Secretariat to begin its functioning in a building near Silchar Municipality
২ ফেব্রুয়ারিঃ শ্রীকোণায় মিনি সচিবালয়ের নির্মাণকাজ শেষ হতে অনেকটাই সময় লাগবে। তাই শিলচর সার্কল অফিসের নবনির্মিত দালানবাড়িতেই অস্থায়ীভাবে কাজ শুরু করে দিতে চাইছে সরকার। আপাতত চারজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন বিভাগে কর্মরত। এসেছেন নয়জন তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীও। মূলত এ বারের বিধানসভা ভোটের আগে পূর্বেকার নির্বাচনী প্রতিশ্রুতিটির রূপায়ণ দেখাতে চায় বিজেপি দল ও তাদের সরকার।
শিলচর মিনি সচিবালয়ে বদলি হয়ে আসা যুগ্ম সচিব ও করণিকরা দুয়েকদিনের মধ্যে সংশ্লিষ্ট ফাইলপত্র দিসপুর-শিলচর করার কাজ দেখভাল করবেন। মঙ্গলবারই দিসপুর থেকে আসা একটি দল শিলচর পুরভবন ও বঙ্গভবনের মধ্যবর্তী সুদৃশ্য দালানবাড়িটি ঘুরে দেখেন। প্রাথমিকভাবে গোছানো শেষ হলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এসে অস্থায়ী গৃহেই মিনি সচিবালয়ের আনুষ্ঠানিক সূচনা করবেন। তবে কবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা ও আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার কথা মাথায় রেখে খুব বেশি যে দেরি করবেন না তাঁরা, তা স্পষ্ট।