India & World UpdatesHappeningsBreaking News
মিগ-২৭কে বিদায় জানালো ভারতীয় বিমান বাহিনীMIG-27 taken out of service Indian Airforce
২৭ ডিসেম্বর : ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৭ যুদ্ধ বিমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল বায়ুসেনা। শুক্রবার শেষবারের মতো রাজস্থানের যোধপুর এয়ারবেস থেকে আকাশে উড়ে মিগ-২৭ যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটিকে বিদায় জানানোর পর এটি সংগ্রহশালায় স্থান পাবে। উল্লেখ্য, প্রায়ই দুর্ঘটনার মুখে পড়া মিগ-২৭ বিমানের জন্য ভারতীয় বিমান বাহিনীকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বিভিন্ন দিক পর্যালোচনা করে বিমান বাহিনী রাশিয়ায় নির্মিত এই বিমানটিকে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
এ ব্যাপারে বিমান বাহিনীর বরিষ্ঠ এক আধিকারিক জানান, ‘বর্তমানে কোনও দেশই মিগ-২৭ ব্যবহার করে না। ফলে ভারতও এই বিমানটিকে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এটি আমাদের দেশেও ইতিহাস হবে। বিমান বাহিনী নতুন প্রযুক্তি গ্রহণ করে পুরোমাত্রায় আধুনিক হয়ে ঊঠবে।’ বর্তমানে বিমান বাহিনী সুখোয়-৩০, দেশে নির্মিত মিরাজ ইত্যাদির মতো আধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে। নতুন করে বাহিনীতে রাফেলের মতো বিমানও অন্তর্ভুক্ত করা হয়েছে।