Barak UpdatesBreaking News

মিড-ডে মিল এনজিও-র হাতে? রন্ধনকর্মীদের বিক্ষোভ
Mid Day Meal to go to private hands, Protest demonstration held by the MDM employees union

২৫ জুলাইঃ মিড-ডে মিল এখন বেসরকারি হাতে যাচ্ছে। প্রতিবাদে আন্দোলনে নেমেছেন রন্ধনকর্মীরা। সারা রাজ্যের কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার কাছাড় জেলাতেও রন্ধনকর্মীরা সমবেত হয়ে মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করেন। নরসিংটোলা ময়দানে জমায়েত হয়ে শ-পাঁচেক রন্ধনকর্মী শহর পরিক্রমা করে যান জেলাশাসকের কার্যালয়ের সামনে।

সেখানে বিক্ষোভ দেখানোর পর কাছাড়ের জেলাশাসকের জত পুরকায়স্থ, মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে এক স্মারকলিপি পাঠানো হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মৃদুলা মুখার্জি, সিআইটিইউ-র জেলা সভাপতি সমীরণ আচার্য, রজত পুরকায়স্থ, বিদ্যুত দেব, মান্না দাস, শীলা মণ্ডল, সঞ্চনা দাস প্রমুখ।

মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাঠানো স্মারকলিপিতে বলা হয়েছে, অসমে ১৫টি বেসরকারি সংস্থার হাতে মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সারা অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন এর তীব্র প্রতিবাদ জানায়। কারণ এমন সিদ্ধান্তের দরুন দৈনিক ৩২ টাকা হাজিরায় কাজ করা ১ লক্ষ ১৭ হাজার রন্ধনকর্মীর অধিকাংশ কর্মহীন হবেন। এর চেয়ে উদ্বেগের কথা, শিশুরা সতেজ ও পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হবে। তাঁরা বলেন, অন্য রাজ্যে যখন রন্ধনকর্মীরা নান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker