Barak UpdatesHappenings

মিডডে মিল নিয়ে শ্রীকোণায় উত্তেজনা, অন্যত্রও ক্ষোভ
Mid-Day Meal served by NGO termed by students, teachers & guardians as unfit for eating

৪ নভেম্বরঃ মিডডে মিল এনজিওর হাতে তুলে দেওয়া নিয়ে রাধুনি-সহায়িকাদের বিক্ষোভ সোমবার ভিন্ন চেহারা নেয়। শ্রীকোণা আইটিআই-র সামনে তারা এনজিও-র মিডডে মিল গাড়ি আটকে দেন। রান্না করা খাবার টেনে বের করে নেন। সঙ্গে থাকা বাসনপত্রের একাংশ ভেঙে ফেলেন।

শেষে পুলিশ গিয়ে এনজিও-র গাড়িটি শিলচরে ফিরিয়ে নিয়ে আসে। এনজিও-র পক্ষ থেকে তাপাং এলাকা ছাত্রছাত্রীদের বিতরণের জন্য ওইসব খাবার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। আন্দোলনকারীরা জানিয়ে দেন, তাদের চাকরির নিশ্চয়তা ছাড়া কোনও দিন তারা মিডডে মিল নিয়ে ওই এলাকায় ঢুকতে দেবেন না।

ক্ষোভ দেখা দেয় বিভিন্ন স্থানে। তাদের অভিযোগ, এনজিওটি সময়মত খাবার দিতে পারছে না। শহরের ডিএনএনকে স্কুলে এ দিন খাবারসামগ্রী পৌঁছায় বেলা আড়াইটায়। মেয়েরা না খেয়েই বাড়ি ফিরে যায়।

অভিভাবকরা সেখানে  জোট বেঁধে খাবারের গুণমান নিয়ে অভিযোগ তোলেন। সবাই বলেন, আগে বেলা ১২টায় মিডডে মিল দিয়ে দেওয়া হয়। এখন এনজিও আড়াইটার আগে পারছে না।

পড়ুন: এনজিও-র হাতে মিড-ডে মিল, অব্যবস্থায় প্রথম দিন, সোমবার বৈঠক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker