Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে ৮৩ স্কুলে মিডডে মিল দেবে এনজিও, বাকিদের এসএমডিসি
Mid-day meal chaos: At Cachar NGO to provide meal in only 83 schools & rest by SMDC

৭ নভেম্বর: কাছাড় জেলায় মিডডে মিল পুরনো জায়গাতেই ফিরে গেল৷ স্কুল কর্তৃপক্ষকেই এসএমডিসি-র তত্ত্বাবধানে শুক্রবার থেকে রান্নাবান্না করিয়ে নিতে বলা হয়েছে৷ মাত্র ৮৩টি স্কুলে মধ্যাহ্নভোজ যাবে এনজিও আকৃতির রান্নাঘর থেকে৷ এর মধ্যে অবশ্য শিলচর শহরের স্কুলগুলিকে বাদ দেওয়া হয়েছে৷

আকৃতির মিডডে মিল নিয়ে যাবে উধারবন্দ-পানগ্রাম এলাকার ৯টি স্কুলে, শিলডুবি এলাকার ১০টি, সেকেন্ড লিংক রোড-এনআইটি এলাকার ১২টি, কনকপুর-বাদ্রীঘাটের ১৩টি, আরকাটিপুর-খাসপুর-বাঁশকান্দি এলাকার ১৪টি, ময়নাগড়-রামপুর-চেছরি  ১৪টি এবং ছোট দুধপাতিল-হাতিছড়া এলাকার ১১টি স্কুলে৷ অন্যত্র আগের ব্যবস্থাই বলবৎ থাকবে বলে বিভাগীয় তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷ সঙ্গে অবশ্য এ কথাও বলা হয়েছে, এনজিও-র খাবার বিতরণে টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়ায় স্কুলগুলি যেন সমস্যা মিটে যাওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker