India & World UpdatesAnalyticsBreaking News
মাধ্যমিক পর্যায়ে বিকল্প পাঠ্যক্রম প্রকাশ করল কেন্দ্রMHRD releases alternative academic calendar for 9th and 10th classes
৩ মে : করোনা বিপর্যয় যাতে শিক্ষাক্ষেত্রে বেশি প্রভাব ফেলতে না পারে, সেজন্য চেষ্টার ত্রুটি রাখছে না কেন্দ্র। অনলাইন ক্লাস থেকে শুরু করে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। এবারে মাধ্যমিক পর্যায়ের বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করল কেন্দ্র সরকার। প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরের ক্যালেন্ডার আগেই প্রকাশ হয়েছে। শনিবার নবম- দশম শ্রেণির বিকল্প পাঠ্যক্রমের ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় সরকার।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নতুন দিল্লিতে মাধ্যমিক পর্যায়ের এই বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছেন। তাঁর কথায়, এই ক্যালেন্ডার শিক্ষা বিভাগ, এসসিইআরটি, এসআইই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, নবোদয় বিদ্যালয় সমিতি, সিবিএসই, রাজ্য স্কুল শিক্ষা বোর্ড এসবের মতামত নিয়েই তৈরি হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক হয়েছে বোর্ড-সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যবস্থায় কোভিড -১৯ সঙ্কট সত্বেও পড়ুয়াদের শৈক্ষিক ধারাবাহিকতা বজায় থাকবে। ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ঘরে বসে একযোগে অনলাইনে নতুন শিক্ষা পদ্ধতি উপভোগ করবেন।
মন্ত্রী পোখরিয়াল আরও বলেন, শিক্ষাদানে যাতে শিক্ষক-শিক্ষিকা সোশ্যাল মিডিয়ার ব্যবহার করেন, এ সংক্রান্ত নির্দেশিকা রয়েছে। মোবাইল, রেডিও, টেলিভিশন, এসএমএস ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির সাহায্যে খুব সহজেই যাতে এই শিক্ষা প্রক্রিয়ার আদান-প্রদান করা যায়, এদিকে গুরুত্ব দিচ্ছে সরকার।
তবে যাঁদের ইন্টারনেট সুবিধা নেই, তাঁরা কীভাবে এই শিক্ষার সুযোগ পাবেন। এই প্রশ্নও উঠে আসছে। এক্ষেত্রে মোবাইল ভয়েস কল, টেক্সট মেসেজের মাধ্যমে চলবে পাঠদান। এজন্য অভিভাবকদের সহযোগিতা জরুরি।
মন্ত্রী জানান, পড়াশোনার পাশাপাশি শারীরিক শিক্ষা, যোগ এর মতো পরীক্ষামূলক প্রশিক্ষণ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ক্যালেন্ডারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের চাপমুক্ত থাকার কলা-কৌশলও স্থান পেয়েছে। আগামীদিনে অডিও বই, রেডিও প্রোগ্রাম, ভিডিও প্রোগ্রামের লিঙ্কও অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি স্পষ্ট করেন। এদিকে, একাদশ ও দ্বাদশ শ্রেণির বিষয়ভিত্তিক বিকল্প শিক্ষাদানের ক্যালেন্ডার খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এটি দিব্যাঙ্গ সহ অন্য পড়ুয়াদের চাহিদা পূরণ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল।
প্রসঙ্গত, এনসিইআরটি ইতিমধ্যে টিভি চ্যানেল স্বয়ম প্রভা (কিশোর মঞ্চ)-র মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠান শুরু করেছে। প্রাথমিক শ্রেণির জন্য সকাল ১১টা থেকে দুপুর ১টা, উচ্চ প্রাথমিক দুপুর ২টা থেকে বিকাল ৪টা ও মাধ্যমিক পর্যায়ের ক্ষেত্রে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই আলোচনা প্রচার করা হচ্ছে। এতে পাঠদানের বিষয়গুলিও প্রদর্শিত হচ্ছে।
Speaking on the occasion the Minister said that this calendar provides guidelines to teachers on the use of various technological tools and social media tools available for imparting education. However, it has taken into account, the varying levels of access to such tools-Mobile, Radio, Television, SMS and various social media, according to an official statement.
According to the official update, the academic calendar has been compiled by NCERT and has been published in both Hindi as well as English language. Teachers and parents can download the Alternative Academic Calendar for 9th and 10th Class students by clicking on the link provided here: Academic Calendar.
With the national lockdown in place due to Coronavirus pandemic, the academic calendar released by NCERT has based its focus on alternative learning processes and teaching pedagogy that can be adopted for distance learning or virtual classroom mode. Therefore, the calendar comes with links for audiobooks, radio programs, video programmes and other digital resources that will be available to the students to pursue their studies during the lockdown phase.