Barak UpdatesHappeningsBreaking News
শনিবার মেগা টিকাকরণ, শিলচরে মিলবে ২১ কেন্দ্রেMega vaccination drive in Silchar on Saturday, jab to be given in 21 centres
ওয়েটুবরাক, ২ অক্টোবর : শনিবার মেগা টিকাকরণ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে৷ শিলচর শহরে ২১টি কেন্দ্রে ভ্যাকসিনের সূচি স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
১১ টি কেন্দ্রে ১৫০টি করে কোভিশিল্ড প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে । কেন্দ্রগুলি হচ্ছে শিলচরের নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুল, অভয়iচরণ পাঠশালা, রংপুর মহামায়া এলপি স্কুল, মালিনী বিলের শিশুমন্দির স্কুল, তারাপুর সূর্যকুমার স্কুল, তারাপুর নিত্যময়ী স্কুল, বিবেকানন্দ রোডের মাতৃমন্দির, ৬৭৪ নং দাস কলোনি এলপি স্কুল, শিলচর ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসি, রংপুর বি সি রায় স্কুল এবং মালুগ্রামের কাছাড় হাইস্কুল l
পাঁচটি কেন্দ্রে দেওয়া হবে ২০০ টি করে ভ্যাকসিন৷ সেগুলি হচ্ছে , শিলচর সিভিল হাসপাতাল,হাজী কেরামতুল্লা পাঠশালা, ঘনিয়ালা জুনিয়র বেসিক স্কুল, কাঁঠাল পয়েন্টে থাকা মোবাইল টিম ‘এ’ , এবং সোনাই রোড পয়েন্টে থাকা মোবাইল টিম ‘বি’ l
২ অক্টোবর একটি মাত্র কেন্দ্রে ১০০ টি করে কোভিশিল্ড প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সেটি হচ্ছে শিলচর রেডক্রস হাসপাতাল l
যে তিনটি কেন্দ্রে কোভিশিল্ডর প্রথম ডোজ ২০০টি করে এবং দ্বিতীয় ডোজ ৩০০ টি করে দেওয়া হবে সেগুলি হচ্ছে অম্বিকাপট্টি দুর্গাশংকর পাঠশালা, এন এন দত্ত রোডের জৈন ভবন এবং হাইলাকান্দি রোডের টি টি কলেজ l
এছাড়া, মেডিকেল কলেজের অডিটোরিয়াম হলে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শনিবার দেওয়া হবে।