Barak UpdatesAnalyticsBreaking News
শ্রীহট্র সম্মিলনীর শিলচর শাখার সভা ১১ জানুয়ারি
Meeting of Srihatta Sammilani Silchar on 11 January

১০ জানুয়ারি : শ্রীহট্র সম্মিলনি শিলচর শাখার এক জরুরি সভা ১১ জানুয়ারি সন্ধ্যা ছ’টায় ইলোরা হেরিটেজ হলে অনুষ্ঠিত হবে৷ আগামী ৭, ৮ ও ৯ মার্চ শিলচরে সিলেটি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত সহ বিভিন্ন বিভাগের উপ-সমিতি গঠন করার জন্য এই সভা আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। তাছাড়া এতে সদস্য বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যেক সিলেটি নাগরিকদের এই সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আবেদন জানিয়েছেন সম্মিলনীর সভাপতি কিশোর কুমার ভট্টাচার্য, কার্যকরী সভাপতি স্বর্ণালী চৌধুরী এবং সম্পাদক সন্তোষ চন্দ৷