Barak UpdatesBreaking News

ঈদে শান্তিরক্ষায় প্রশাসনের সভায় তৎপর ডিসি
Meeting held by DC Cachar to maintain peace & tranquility during Eid

৯ আগস্ট : কাছাড় জেলায় আগামী ১২ আগস্ট ইদুজ্জোহা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে শুক্রবার শিলচরে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরির পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় জানানো হয়, অন্য বছরের মতো এ বছরও উৎসবের দিনটিতে যাবতীয় অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন পানীয় জল, বিদ্যুৎ ইত্যাদি অব্যাহত রাখা সহ ট্রাফিক ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইত্যাদি যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা সুদৃঢ়ভাবে কাজ করবে।

সভায় জেলাশাসক মাদ্দুরি জানান, সর্বজনীন স্থানে পশুর কুরবানি করা যাবে না। জেলাশাসক পুলিশকে জেলায় থানা পর্যায়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় সভার আয়োজন করতে পরামর্শ দেন। সভায় জেলাশাসক সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

তিনি আসন্ন উৎসবের দিনগুলিতে লাউড স্পিকার ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন হবার আহ্বান জানান। সভায় দ্বিচক্রযানে হেলমেট ব্যবহার সম্পর্কেও আলোচনা করা হয়। এ সম্পর্কে পুলিশ ও প্রশাসনকে তিনি যথাযথ কাজ করে যাবার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker