Barak UpdatesHappeningsBreaking News

গ্রিনহিলস কর্ণধার রুদ্র গুপ্ত, ডা. মণিকা দেব পজিটিভ
MD of Green Heals Rudra Gupta & Dr Monika Deb tests positive

৬ জুলাই: গ্রিনহিলস হাসপাতালের কর্ণধার রুদ্রনারায়ণ গুপ্ত ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ মণিকা দেব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ পজিটিভ হয়েছেন গ্রিনহিলস হাসপাতালের আরও ৪ জন৷ তাঁরা হলেন, ববিতা সিনহা (২৩), এল সোনিয়া চানু (২৫), মামণি নুনিয়া (১৯) ও সবিতা কর্মকার (৫১)৷

Rananuj

ডা. অরিনা রাহার সূত্র ধরে অন্য তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে গ্রিন হিলস হাসপাতালও তিনদিনের জন্য সিল করে দেওয়া হয়েছিল৷ ভর্তি হওয়া রোগীদের সেবা অবশ্য অব্যাহত রাখা হয়েছে৷ তবে নির্দেশ রয়েছে, ভেতরে যারা থাকবেন, তাঁরা ৭২ ঘণ্টা বেরোতে পারবেন না৷ তাঁদের সকলের লালারস সংগ্রহ করা হবে৷ এ ছাড়া, ডা. অরিনা রাহার সংস্পর্শে আসা সবাইকে খুঁজে বের করে স্বাস্থ্যবিভাগ কোভিড টেস্ট করছে৷ রুদ্র গুপ্ত (৩৯) এবং মণিকা দেবের (৫২)-ও লালারস সংগ্রহ করা হয়৷ সোমবার সকালে তাঁদের রিপোর্ট পজিটিভ আসে৷ শনিবারও এই হাসপাতালের দুই কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker