Barak UpdatesHappeningsBreaking News

সৌরঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীতে, বিঘ্নিত হবে মোবাইল-ইন্টারনেট
Massive solar storm likely to hit earth, may disrupt satellite signals

GPS, phone signals likely to be damaged, power grids vulnerable

ওয়েটুবরাক, ১২ জুলাই : সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে।  প্রতি ঘণ্টায় গতি প্রায় ১৬ লক্ষ কিলোমিটার। আজ সোমবারই এমনটা হবে বলে অনুমান করছিল স্পেসওয়েদার ওয়েবসাইট৷ এখন মঙ্গল-বুধবার এই ঝড় পৃথিবীর ওপর আছড়ে পড়ে কিনা এ নিয়ে চর্চা চলছে। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

নাসার দাবি, এই দ্রুত গতির ঝড়ের জেরে স্যাটেলাইট সিগনাল বিঘ্নিত হতে পারে।  জিপিএস এবং মোবাইল সিগনালেও বিঘ্ন ঘটতে পারে।

উল্লেখ্য, মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেছিলেন,  জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লক্ষ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাসও থাকে, যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। এর জেরেই বিশ্বের বেতার ও জিপিএসের উপর প্রভাব পড়ে৷ তবে  সরাসরি পৃথিবীতে এর কোনও প্রভাব না পড়ারই সম্ভাবনা, জানিয়েছেন বিজ্ঞানীরা।

২০২০ সালে সূর্য ১১ বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে। বিশ্বের উপর শেষ সৌরঝড় আঘাত হেনেছিল ১৭ বছর আগে। তবে সেই সময়ের তুলনায় বর্তমানে প্রযুক্তির উপর আমাদের নির্ভরশীলতা বেড়েছে কয়েক গুণ। তাই এই সৌর ঝড় বিশ্বজুড়ে প্রযুক্তিকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।

July 12: A massive solar storm is likely to hit Earth today, on 12 July. Solar winds travelling at a speed of 1.6 million kilometres per hour are expected to hit the Earth today and may impact GPS and high-speed internet. Dubbed as a geomagnetic storm, the high-speed stream of solar wind is expected to hit Earth’s magnetic field as weather forecasters issue warnings.

Spaceweather.com stated, “THE SOLAR WIND IS COMING: Later today, a high-speed stream of solar wind is expected to hit Earth’s magnetic field. Flowing from an equatorial hole in the sun’s atmosphere, wind speeds could top 500 km/s. Full-fledged geomagnetic storms are unlikely, but lesser geomagnetic unrest could spark high latitude auroras. Aurora alerts: SMS Text.”

Solar storms are huge bursts of charged particles, ejected from the Sun’s atmosphere into space. The most powerful geomagnetic storm ever recorded resulted in the 1859 Carrington Event, when telegraph lines electrified, zapping operators and setting offices ablaze in North America and Europe.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker