Barak UpdatesHappeningsBreaking News
শিলচর জেলে সোমবার গণ-টেস্ট
Mass Covid test at Silchar Central Jail on Monday

৩০ আগস্টঃ শিলচর জেলে বন্দিদের অধিকাংশের জ্বর, সর্দি-কাশি থাকায় উদ্বেগে বিভিন্ন পক্ষ। যেমন জেল-কর্তারা, তেমনি সিআরপিসি-র মত সংগঠনগুলি। সকলের আর্জিতে সাড়া দিয়ে সোমবার শিলচর সেন্ট্রাল জেলের বন্দি এবং কর্মীদের কোভিড টেস্টের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় সংখ্যক কিট এবং অন্যান্য সামগ্রী নিয়ে জেলের ভেতরে ঢুকে সকলের নমুনা সংগ্রহ করবেন। জেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জেলে ৪৯৭ জন বন্দি রয়েছেন৷