NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
Many passengers of Tripura stranded at Silchar Railway Stationশিলচর রেলস্টেশনে আটকে ত্রিপুরার দীপালি দে, বিশাল সরকাররা
২৩ মার্চ: শিলচর রেলস্টেশনে আটকে গিয়েছেন ত্রিপুরার বেশ কয়েকজন৷ করোনা সতর্কতায় আচমকা এ ভাবে ট্রেন বন্ধ হয়ে পড়বে, ভাবতে পারেননি তারা৷ ত্রিপুরার সঙ্গে বাস পরিষেবা বন্ধ দীর্ঘদিন ধরে৷ ফলে গাড়িতে তাদের বাড়ি ফেরার সুযোগ নেই৷ এর মধ্যে মঙ্গলবার থেকে লকডাউন৷ দিশাহারা তারা৷ এর মধ্যে অনেকের পকেট ফাঁকা৷
ত্রিপুরার ধলাই জেলার কাঞ্চনবাড়ি রোডের দীপালি দের বড় সমস্যা হল, তাঁর পা ভাঙা৷ মাস দেড়েক আগে অপারেশন হয়৷ রড লাগানো হয়েছিল৷ ওই রড খোলার জন্য গত ১৬ মার্চ শিলচরে আসেন৷ তখনও করোনা নিয়ে তেমন চর্চা শোনা যায়নি৷ এ ছাড়া ভেবেছিলেন, মঙ্গলবার ডাক্তার দেখিয়ে বুধবার ফিরে যাবেন৷ কিন্তু মঙ্গলবার ডাক্তার দেখালে বুধবার যেতে পরামর্শ দেওয়া হয়৷
বুধবার নার্সিং হোমের লিফট খারাপ৷ সিড়ি ভেঙে তিনি উপরে উঠতে পারেননি৷ ফলে তাকে পরদিন আবার যেতে হয়৷ সেদিন অবশ্য রড খুলে দেওয়া হয়৷ রবিবার যেতে বলা হয় নতুন ড্রেসিঙের জন্য৷ তাও হল বটে৷ কিন্তু তিনি পড়ে যান মহাবিপদে৷ জনতা কার্ফু, ট্রেন বন্ধ, লক ডাউন৷ তার হাতে এখন টাকাও শেষ৷ পা ব্যান্ডেজ নিয়ে নড়াচড়াতেও আপত্তি৷