India & World UpdatesHappeningsBreaking News
লকডাউনের জন্য গাড়ি-স্বাস্থ্য বিমা রিনুয়ালের সময় বাড়লDeadline extended for renewal of health & vehicle insurance
১৬ এপ্রিল : এবারে গাড়ি ও স্বাস্থ্য বিমা পুনর্নবীকরণের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেলেন গ্রাহকরা। কারণ ১৫ মে পর্যন্ত বিমা রিনুয়ালের সময় বাড়িয়েছে সরকার। লকডাউনে বিমা গ্রাহকদের বাড়তি চিন্তার কথা মাথায় রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ দিনের সময়সীমা শেষ হওয়ার পর করোনা সংক্রমণ সতর্কতায় ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময়ে যাঁদের স্বাস্থ্য কিংবা গাড়ির বিমার টাকা জমা দেওয়ার কথা তাঁরা সুবিধা পেয়েছেন কেন্দ্রের ঘোষণায়।
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, স্বাস্থ্য ও গাড়ির বিমা পুনর্নবীকরণের জন্যে ১৫ মে পর্যন্ত অতিরিক্ত সময় পাবেন সবাই। কারণ লকডাউনে ঘরবন্দি থাকায় অনেকেই বিমার প্রিমিয়াম জমা দিতে পারছেন না। এ নিয়ে অলেকেই চিন্তায় ছিলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইটারেও বিষয়টি স্পষ্ট করেন। তবে লকডাউন জারির আগে যাঁদের বিমার টাকা বাকি রয়েছে, তাঁরা নতুন এই নির্দেশিকার সুবিধা পাবেন না, এও জানিয়ে দেন অর্থমন্ত্রী।