Barak UpdatesHappeningsBreaking News

Man from Link Road dies at SMCH due to COVID-19
কোভিডে আক্রান্ত হয়ে শিলচরে মৃত ১

ওয়েটুবরাক, ৯ এপ্রিল: কোভিডে আক্রান্ত হয়ে শিলচরে আরও একজনের মৃত্যু হয়েছে৷ লিংক রোডের দীপঙ্কর দাস (৫৬) কলকাতায় ক্যাটারেক্ট অপারেশন সেরে কিছুদিন আগেই শিলচরে ফিরেছিলেন৷ কোভিড ধরা পড়লে গত ২ এপ্রিল  শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ সাতদিন ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন৷ আজ শুক্রবার সকাল পৌনে দশটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানিয়েছেন, ডায়াবেটিস এবং হাইপার টেনশনেও ভুগছিলেন৷ কিডনিতেও সমস্যা ছিল৷

কোভিড বিধি মেনে শিলচর শ্মশানেই তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে৷ সূত্রটি জানান, কাছাড় জেলায় এই সময়ে মোট ৩২জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন৷ তাদের মধ্যে মেডিক্যালে রয়েছেন ৭ জন৷ বেসরকারি হাসপাতালগুলিতে অবশ্য কেউ ভর্তি নেই৷ বাকি ২৫জনই হোম আইসলেশনে৷ আজ মোট ৮ জনের দেহে নতুন করে করোনা ধরা পড়েছে৷

বর্তমান কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য এ দিন জেলাশাসকের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়৷ সেখানে সিদ্ধান্ত হয়, আগামী তিনদিন জেলার গ্রাম-শহরে ব্যাপক হারে কোভিড টেস্ট হবে৷ সেখান থেকে কোভিড রোগীদের শনাক্ত করে তাদের আক্রান্ত হওয়ার সূত্র খুঁজে বের করা হবে৷ সঙ্গে আক্রান্ত সকলের চিকিৎসার ব্যবস্থা করা হবে৷ কোভিডের উপসর্গ স্পষ্ট হবে যাঁদের, তাঁদের শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হবে৷ উপসর্গহীনদের শিলচর সিভিল হাসপাতালে ভর্তি করা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker