Barak UpdatesHappeningsBreaking News
পেনশনের টাকায় ৫০ পরিবারকে ত্রাণ বিতরণ বৃদ্ধের
Elderly distributes relief to 50 families from his pension

২৮ এপ্রিল : একেবারে নিজের পকেটের টাকা খরচ করে অসহায় ৫০ পরিবারের সদস্যদের সাহায্যে এগিয়ে এলেন এক পেনশনার।চাকরি করতেন শিলচর এনআইটি-তে। অবসরও নিয়েছেন অনেক দিন হয়েছে। কিন্তু লকডাউন চলাকালীন গ্রামের আশপাশের দিনমজুর লোকগুলোর দুর্দিনে চুপ করে বসে থাকতে পারেননি বছর সত্তরের শিলকুড়ির বাসিন্দা রাম অবতার কানু। তাই পেনশনের টাকা থেকেই কিনে আনলেন চাল, আলু, সয়াবিন, লবণ, তেল ও সাবান।
প্রতিবেশী ৫০ পরিবারের মধ্যে ৪ কেজি চাল, ১ কেজি আলু, ২০০ গ্রাম সয়াবিন, ১ কেজি লবণ, ২০০ গ্রাম তেল ও ১টা করে সাবান বিতরণ করার ব্যবস্থা করেন। তাঁকে এই কাজে সহায়তা করতে এগিয়ে আসেন ছোটভাই রাম প্রসাদ বাসুদেব সহ পরিবারের লোকেরা। তাঁর এই উদ্যোগে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।