Barak UpdatesHappeningsBreaking News
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে ১ লক্ষ দিল মহর্ষি বিদ্যামন্দির
Maharishi Vidya Mandir donates ₹1 lakh to PM & CM Fund

১৭ এপ্রিল : করোনা ভাইরাস মোকাবিলায় আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এলেন শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের শিক্ষকরা। পিএম কেয়ারস ফান্ড ও মুখ্যমন্ত্রীর তহবিলে পৃথকভাবে শিক্ষকরা ২ দিনের বেতন প্রদান করেছেন। দুটি তহবিলের প্রত্যেকটিতে ৫০ হাজার করে জমা দিয়েছে মহর্ষি বিদ্যামন্দির কর্তৃপক্ষ।
শুক্রবার স্কুলের পক্ষে অধ্যক্ষা পিএম কেয়ারস ফান্ডের জন্য সাংসদ রাজদীপ রায়ের হাতে এই টাকা তুলে দেন। একইভাবে মুখ্যমন্ত্রীর তহবিলে জমা দেওয়ার জন্য তিনি অন্য চেকটি দিয়েছেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের হাতে। সাংসদ ও বিধায়ক উভয়ে স্কুলের শিক্ষকদের তাঁদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। এ দিন অর্থ তুলে দেওয়ার সময় স্কুলের অন্য কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।