India & World UpdatesHappeningsBreaking News

মহারাষ্ট্রে বুধবার আস্থার প্রমাণ দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
Maharashtra: Supreme Court directs to prove majority on Wednesday

২৬ নভেম্বর: মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ-অজিত পাওয়ার সরকারকে বুধবার আস্থার প্রমাণ দিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে‌৷ বিরোধী কংগ্রেস, এনসিপি ও শিবসেনা যৌথভাবে দ্রুত আস্থাভোটের জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল৷ এরই প্রেক্ষিতে দুদিন ধরে শুনানির পর মঙ্গলবার সর্বোচ্চ আদালত রায় দেয়, বুধবার সকাল ১১টায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ শুরু হবে৷ ৫টার মধ্যে সে কাজ শেষ করতে হবে৷ এর ঠিক পরপরই আস্থার প্রমাণ দিতে হবে বিজেপি সরকারকে৷

এই জায়গাতে দুটি কঠিন নির্দেশ শুনিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রথমত, অধ্যক্ষ নির্বাচন আস্থা ভোটের আগে হবে না৷ ভোটপর্ব চালাবেন প্রটেম স্পিকার৷ দ্বিতীয়ত, ভোটাভুটি হবে প্রকাশ্যে, গোপন ব্যালটে নয়৷ ঘোড়া কেনাবেচা ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে আদালত জানিয়েছে৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশে বিজেপি অনেকটা বেকায়দায়৷ রাজ্যপাল তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে আস্থার প্রমাণ দিতে বলেছিলেন৷

তারা ভেবেছিলেন, ওই সময়ের মধ্যে এনসিপিতে ভাঙন ধরিয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়া কঠিন হবে না৷ কিন্তু এনসিপি জানিয়েছে, দুইয়ের বেশি দলীয় বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে নেই৷ প্রকাশ্য ভোটের দরুন গোপন বোঝাবুঝিও সম্ভব নয়৷ এই অবস্থায় ফড়নবিশ সরকার কীভাবে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন, সেদিকেই তাকিয়ে মহারাষ্ট্র সহ গোটা দেশ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker