India & World UpdatesBreaking News

মহারাষ্ট্র গেরুয়াই, হরিয়ানা ত্রিশঙ্কু
Maharashtra goes saffron, triangular Haryana

২৪ অক্টোবর: সমীক্ষা প্রায় অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে মহারাষ্ট্রে৷ কংগ্রেস-এনসিপিকে পেছনে রেখেই ফের সরকার গড়ছে বিজেপি-শিবসেনা জোট৷ ২৮৮ আসনের বিধানসভা নির্বাচনে এরা জিতেছে ১৫৩ আসনে৷ কংগ্রেস-এনসিপির ঝুলিতে গিয়েছে ১০৪টি৷ এআইএমআইএম ৩, এমএনএস ৩ ও অন্যান্য ২৬৷

হরিয়ানাতেও ৪০ আসন জিতে বিজেপিই এগিয়ে৷ কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠতে পারেনি৷ কংগ্রেস সেখানে ৯০ আসনের মধ্যে ৩০টিতে জয় হাসিল করেছে৷  দুষ্মন্ত চৌতালার জেজেপি পেয়েছে ১০টি৷ আইএনএলডি ১ এবং অন্যান্য ৯৷

হরিয়ানাতে দুই বড় দলই সংযত৷ সরকার গঠনের নানা অঙ্ক নিয়েই চর্চা সকলের৷ অন্যদিকে, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের কর্মী-সমর্থকরা জয়োৎসবে মেতে উঠেছে৷

শেষপর্যন্ত অবশ্য দুই রাজ্যেই গেরুয়াবাহিনীরই সরকার গঠনের সম্ভাবনা৷ কিন্তু ২০১৪ সালের ফলাফল থেকে তারা অনেকটা পিছিয়ে এ বার৷ সে বার হরিয়ানায় বিজেপি পেয়েছিল ৪৭ আসন৷ মহারাষ্ট্রে শিবসেনাকে নিয়ে এরা ১৮৫টি আসন পেয়েছিল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker