Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষার সময় মাইকের বিকট আওয়াজ, ব্যবস্থা নিতে আর্জিLoudspeakers disturb students during exam, redressal sought
ওয়েটুবরাক, ১৮ মার্চঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়েও কাছাড় জেলায় তীব্র আওয়াজে মাইক বাজছে। যেমন শহরে, তেমনি গ্রামে। তাতে পরীক্ষার্থীরা প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের কোনও হেলদোল নেই। এরা এই সময়ে মাইক বাজানোর অনুমতি পায় কী করে, প্রশ্ন আমজনতার।
পাশাপাশি এও চর্চা হচ্ছে, প্রশাসন অনুমতি না দিলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। বিশিষ্ট সমাজসেবী, শিল্পপতি বিবেক পোদ্দার এ নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি।