India & World UpdatesBreaking News
দেশের দীর্ঘতম রোপওয়ে হচ্ছে গুয়াহাটিতেLongest rope-way in the country to come up at Guwahati
৩০ জানুয়ারি : দেশের সবচেয়ে দীর্ঘ রোপওয়ে এ বার হচ্ছে গুয়াহাটিতে। আগামী এপ্রিল মাসেই এর সূচনা হচ্ছে। এই রোপওয়ের মোট দৈর্ঘ্য ১৮২০ মিটার। রোপওয়ে দিয়ে যে ক্যাবল কারগুলো যাবে তাতে একইসঙ্গে ৩০ জন যাত্রী চলাচল করতে পারবেন। নিচের টার্মিনাল থেকে উপরের টার্মিনাল পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ৮ মিনিট। অনুমান করা হচ্ছে, ১ ঘণ্টার পথ মাত্র ৭-৮ মিনিটে অতিক্রম করা যাবে। ব্রহ্মপুত্রের উপর দিয়ে যাওয়া বহু প্রতীক্ষিত এই রোপওয়ে যাত্রীদের চলাচলের সময়ও অনেকটা সাশ্রয় করবে।
এই রোপওয়ের নিচের টার্মিনালটি রয়েছে পানবাজারের কাছারিঘাটে। আর উপরের টার্মিনালটি উত্তর গুয়াহাটির দল গোবিন্দ মন্দিরের পেছনে রাজাদুয়ার গ্রামে। এই রোপওয়ের ডিজাইন করেছেন সুইজারল্যান্ডের নামি রোপওয়ে ডিজাইনার গারাভেন্টা এজি। এই রোপওয়ে শুরু হলে শুধু যে ভ্রমণের সময়ই কমবে তা নয়, বরং এই রোপওয়ে চড়ে সাধারণ মানুষ অনেক উপর থেকে ব্রহ্মপুত্রের অপার সৌন্দর্য্য দেখতে পারবেন। সূত্র অনুযায়ী, এই প্রকল্পে যাত্রীদের জন্য যে কেবিন থাকবে তা নিয়ে আসা হচ্ছে সুইজারল্যান্ড থেকে। তবে টাওয়ার বা অন্য সামগ্রীগুলো কলকাতা ও দিল্লি থেকে নিয়ে আসা হচ্ছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, আসামের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গত বছর আসাম বিধানসভায় ঘোষণা করেন যে, গুয়াহাটি থেকে কামাখ্যা পাহাড় পর্যন্ত একটি রোপওয়ে প্রজেক্ট নির্মাণ করা হবে। মন্ত্রী বলেন, কামাখ্যা সবসময়ই রাজ্যের সবথেকে আকর্ষণীয় পর্যটনস্থল। ফলে পর্যটকদের আকৃষ্ট করতেই এই রোপওয়ে নির্মাণ করা হবে। এতে কম করেও ৩৩ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।