India & World UpdatesHappeningsBreaking News
পঙ্গপালের উপদ্রবে কয়েকটি রাজ্যে হাই অ্যালার্টLocust attack in India, high alert in some states
২৯ মে : করোনা আতঙ্কের মধ্যে নতুন বিপদ। ঝাঁকে ঝাঁকে হাজির হয়েছে পঙ্গপাল। আর এতে চিন্তায় পড়েছেন উত্তর ভারতের চাষিরা। এ বার পঙ্গপালের ঝাঁকের আক্রমণের আশঙ্কায় কিছু জেলায় হাই অ্যালার্ট জারি করেছে হিমাচল সরকার। রাজ্যের ১২টি জেলার মধ্যে চারটি জেলায় এই হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। এই চার জেলার মধ্যে রয়েছে কাংরা, উনা, বিলাসপুর ও সোলান।
রাজ্যের কৃষি বিভাগের আধিকারিক আর কে কুন্ডাল বলেন, মরুভূমির পঙ্গপালের একটি বিশাল ঝাঁক প্রতিবেশী রাজ্যে ও সংলগ্ন এলাকায় ফসল ধ্বংস করে দিচ্ছে এবং হিমাচল প্রদেশে ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি তিনি জানান, পঙ্গপালের দিকে অবিরাম নজরদারি রাখতে ও জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকতে মাঠের কর্মীদের ও কৃষকদের সতর্ক করা হয়েছে। তিনি বলেছেন, এই মরু পঙ্গপালেরা বাতাসের উপর নির্ভর করে প্রতি ঘণ্টায় প্রায় ১৬ থেকে ১৯ কিলোমিটার বেগে উড়ে যায়। এক্ষেত্রে হাওয়ার ওপর তাঁদের গতিবেগ নির্ভর করে।
উল্লেখ্য, রাজস্থানের ৩৩টি জেলার মধ্যে ১৬টি জেলা এই পঙ্গপালের কবলে পড়েছে। ফলে শস্য উত্পাদনে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যপ্রদেশেও হানা দিয়েছে এই ক্ষতিকারক পতঙ্গরা। মধ্যপ্রদেশ কৃষি দফতর কৃষকদের জানিয়েছে, পঙ্গপাল হানা দিলে তাদের প্রবল শব্দ করে তাড়িয়ে দিতে। সেজন্য ড্রাম এমনকী থালাবাটি বাজানোর কথা বলা হয়েছে। পঙ্গপালের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০ জেলায় অ্যালার্ট জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘স্থানীয় স্তরের প্রতিনিধিদের সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের পঙ্গপাল মোকাবিলার জন্য রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পতঙ্গদের যদি আটকানো না যায়, তবে দেশের শস্যভান্ডারে টানা পড়তে পারে। এই পতঙ্গরা সংখ্যায় প্রচুর হয়ে হামলা করায় এরা কোনও বড় শস্য ক্ষেতকে কয়েক ঘন্টার মধ্যে ফাকা করে দিতে পারে।