Barak UpdatesHappeningsBreaking News
অফিস খুলছে, চলবে না ব্যক্তিগত বাহন, ছাড় তালিকা প্রকাশিতLockdown relaxed, no private vehicles will ply, list of permitted activities published
২০ এপ্রিলঃ সাধারণ ও নন-হটস্পট জোনে কী কী ছাড় দেওয়া হচ্ছে, এর তালিকা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ। তিনি অবশ্য একে ছাড় তালিকা বলছেন না। তাঁর কথায়, এটি নতুন নির্দেশিকা। তাতে মোট ৩৮টি বিষয়ের উল্লেখ রয়েছে।
১. ২১ এপ্রিল থেকে সরকারি অফিস খুলবে।
২. রাজ্য সচিবালয়ে উপ-সচিব ও তাঁর উর্ধ্বতনরা নিয়মিত অফিসে থাকবেন।
৩. তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিভাগীয় অফিসারদের নির্দেশ অনুসারে অফিসে যেতে হবে। একসঙ্গে 33 শতাংশ কর্মচারীই উপস্থিত থাকতে পারবেন। সে জন্য বিভাগে বিভাগে প্রয়োজনীয় রোস্টার তৈরি হবে।
৪. উপ-সচিব, যুগ্ম সচিব ও সচিবরা নিজের গাড়িতে অফিসে যাতায়াত করতে পারবেন না। সচিবালয় থেকে বাসের ব্যবস্থা করা হবে। বাস আসা-যাওয়ার রাস্তা, সময় পত্রিকার মাধ্যমে জানানো হবে।
৫. ডিরেক্টরেট, স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়্ত্ত উদ্যোগের অফিসে ডিরেক্টর থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসাররা অফিসে থাকবেন। প্রয়োজন সাপেক্ষে কর্মচারীদের গাড়িদের আনার ব্যবস্থা করা হবে।
৬. অঞ্চলভিত্তিক কমিশনার, ডেপুটি কমিশনার, মহকুমাশাসকরা নিজের অফিস ছাড়াও জেলার অন্যান্য অফিসেও একই ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ জারি করবেন।
৭. অফিসার-কর্মচারী ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ। কারও প্রয়োজন থাকলে কন্ট্রোল রুম বা বৈদ্যুতিন মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
৮. সকল অফিসার নিজের পরিচয়পত্র নিয়ে অফিসে আসবেন।
৯. সকল অফিসার-কর্মচারী মুখে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলকভাবে ব্যবহার করবেন।
১০. কর্মক্ষেত্রে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
১১. কৃষি এবং গ্রাম্য অর্থনীতির ক্ষেত্রসমূহ খোলা থাকবে।
১২. পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে এবং এসওপি মেনে ঔদ্যোগিক কাজকর্ম ্ অব্যাহত থাকবে।
১৩. জরুরি সেবায় ই-কমার্স ও ডিজিটাল অর্থনীতির কাজকর্ম চলবে।
১৪. স্বাস্থ্যসেবার সকল ধরনের কাজকর্ম চলবে।
১৫. কৃষিকাজের সঙ্গে সম্পর্কীত যন্ত্রপাতির দোকান ও মেরামতির ব্যবস্থা খোলা থাকবে।
১৬. বীজ, কীটনাশক দ্রব্য ও রাসায়নিক সারের উতপাদন ও বিতরণ অব্যাহত থাকবে।
১৭. কৃষিসামগ্রীর পরিবহন অব্যাহত থাকবে।
১৮. মাছ ধরার কাজ চলবে।
১৯. গরুর দুধ ও দুগ্ধজাত সামগ্রীর উতপাদন ও জোগান অব্যাহত থাকবে।
২০. গোশালাগুলি খোলা থাকবে।
২১. খাদ্য প্রস্তুতকরণের উদ্যোগ খোলা থাকবে।
২২. ইটভাটা খোলা থাকবে।
২৩. জলসেচ ও জলসরবরাহের সঙ্গে জড়িত কাজকর্ম অব্যাহত থাকবে।
২৪. অত্যাবশ্যকীয় সামগ্রী বিক্রি ছাড়া অন্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
২৫. তথ্যপ্রযুক্তির কাজকর্ম, তথ্যপ্রযুক্তি দ্বারা পরিচাালিত সেবাসমূহ 50 শতাংশ কর্মচারী দ্বারা চলবে।
২৬. কোল্ডস্টোরেজ, গুদামগুলো চলবে।
২৭. অত্যাবশ্যকীয় সামগ্রী, ওষুধ, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত উদ্যোগগুলি খোলা থাকবে।
২৮. কন্টিনিয়াস প্রসেস প্রডাকশন ইউনিটগুলো চলতে থাকবে।
২৯. তথ্য প্রযুক্তির হার্ডওয়্যার, প্যাকেজিং সামগ্রী ও মরাপাট উদ্যোগ খোলা থাকবে।
৩০. তেল ও প্রাকৃতিক গ্যাসের কাজকর্ম চলবে।
৩১. ইলেকট্রিশিয়ান, জলের মিস্ত্রি, মোটর মেকানিক, কাঠমিস্ত্রি, কম্প্যুটার ও মোবাইল ফোনের মেকানিকের মত স্বনিয়োজিত কর্মীরা নিজেদের চৌহদ্দিতে থেকে কাজ করতে পারবেন।
৩২. চিকিতসাসেবার সঙ্গে জড়িত বা সরকারি নির্দেশাবলী অনুসারে অনুমতিপ্রাপ্ত গাড়ি ছাড়া অন্য সব যানবাহন (রেলগাড়ি, বাস ইত্যাদি) বন্ধ থাকবে।
৩৩. সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
৩৪. ট্যাক্সি (রিকশা, অটোরিকশা সহ), ক্যাব বন্ধ থাকবে।
৩৫. সব সিনেমা হল, মল. শপিং কমপ্লেক্স, জিমনাসিয়াম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, এন্টারটেনমেন পার্ক,থিয়েটার, বার, অডিটরিয়াম, অ্যাসেমব্লি হল ইত্যাদি বন্ধ থাকবে।
৩৬. সব ধরনের সামাজিক অনুষ্ঠানের আযোজন ও জনসমাগম বন্ধ থাকবে।
৩৭. ধর্মীয় স্থানে জনগণের প্রবেশ ও ধর্মীয সমাগম বন্ধ থাকবে।
৩৮. মৃতদেহ সতকারের জন্য 20 জনের বেশি লোক উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া, যে সব শ্রমিক রাজ্যের এক জেলা থেকে অন্য জেলায় কর্মস্থল থেকে বাড়ি যেতে চাইবেন, তাঁদের একবারের জন্য অনুমতি প্রদান করা হবে।