Barak UpdatesHappeningsBreaking News

২৬ আগস্ট থেকে বরাকে দশদিনের লকডাউন!
Lockdown in Barak for 10 days from 26 August!

২২ আগস্টঃ বরাক উপত্যকায় করোনা সংক্রমণ বেড়ে চলায় আগামী ২৬ আগস্ট থেকে দশদিনের লকডাউন হতে চলেছে৷ করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি বলেন, রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথাবার্তায় তাঁর এই সম্ভাবনাই মনে হয়েছে৷ রবিবার এ সংক্রান্ত সরকারি ঘোষণা হতে পারে বলে অনুমান করছেন তিনি৷

ফেসবুক লাইভে এসে করিমগঞ্জের জেলাশাসক জানান, জেলায় এ পর্যন্ত ১ হাজার ৯০০ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১ হাজার ১২৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই সময়ে জেলায় পজিটিভ রয়েছেন ৭৫০ জন৷ তাঁদের মধ্যে ৩১৮জন হাসপাতাল বা কোভিড সেন্টারে চিকিৎসাধীন৷ বাকি ৪৩২ জন আছেন হোম আইসোলেশনে৷ এ পর্যন্ত জেলায় ২৩ জন মারা গিয়েছেন৷

একদিকে কোভিড পজিটিভের সংখ্যা বাড়ছে, অন্যদিকে মৃতের সংখ্যা বাড়ছে, এর ওপর রয়েছে লকডাউনের জন্য জনতার চাপ৷ আনবুমাথান জানান, তাই তিনি এ দিন মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন৷ সরকারও বিষয়টি অনুধাবন করছে বলে তাঁর মনে হয়েছে৷ আনবুমাথানের অনুমান, আগামী ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত গোটা বরাক জুড়ে লকডাউন হতে চলেছে৷ তাই তিনি জনগণকে জরুরি জিনিসপত্র সোম-মঙ্গলবারে কিনে নিতে পরামর্শ দেন৷ সঙ্গে আশ্বস্ত করেন, এই লকডাউনে মুদিদোকান খোলা থাকবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker