India & World UpdatesAnalyticsBreaking News
পঞ্জাবে ১৭ মে পর্যন্ত লকডাউন, বাজার খোলা থাকবে সকাল ৭-১১টাLockdown extended in Punjab till 17 May
৩০ এপ্রিল : ৩ মে-র পর আরও দু’সপ্তাহ লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে পঞ্জাবে। তবে কোভিড-১৯ সুরক্ষা গাইডলাইনের মধ্যেই রেড জোন ও কন্টেনমেন্ট জোন ছাড়া এলাকায় কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এ কথা ঘোষণা করেছেন। রাজ্যে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩০০ অতিক্রম করেছে। প্রাণ হারিয়েছেন ১৯ জন। মুখ্যমন্ত্রী সিং বলেন, আরো কিছুদিন লকডাউন থাকা অনিবার্য হয়ে পড়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে মতামত পাওয়ায় পর এবং রাজ্যের বর্তমান অবস্থা ভালভাবে খতিয়ে দেখে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পঞ্জাবে এ বার লকডাউন আগামী ১৭ মে পর্যন্ত চলবে। তবে বৃহস্পতিবার থেকেই প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে রেড জোন এলাকা বা কন্টেইনমেন্ট জোনে পুরো কড়াকড়ি থাকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সব মাল্টি ব্র্যান্ড ও সিঙ্গল ব্র্যান্ড মলগুলো ছাড়া সব রেজিস্টার্ড দোকানগুলো খোলা থাকবে। এই দোকানগুলো ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে।