India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশেও লকডাউন ১৬ মে পর্যন্তLockdown extended in Bangladesh till 16 May
৫ মে : ভারতের পর প্রতিবেশী বাংলাদেশেও করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। প্রতিবেশী এই দেশে করোনায় আক্রান্ত লোকের সংখ্যা ১০,১৪৩-এ বৃদ্ধি পাওয়ার পরই শেখ হাসিনা সরকার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
সোমবার বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছন ৬৮৮ জন। এ পর্যন্ত দেশে এ দিনই আক্রান্তের সংখ্যা সর্বাধিক। তবে বাংলাদেশ সরকার লকডাউন বৃদ্ধি হলেও রফতানির সঙ্গে যুক্ত থাকা ব্যবসা সামাজিক দূরত্ব মেনে চালানোর অনুমতি প্রদান করেছে। উল্লেখ্য, ভারতে দ্বিতীয় পর্যায়ের লকডাউন শেষ হলে ৪ মে থেকে তৃতীয় পর্যায়ের লকডাউন ১৭ মে পর্যন্ত ঘোষণা করা হয়।