Barak UpdatesBreaking News
ট্রাফিক সচেতনতায় পথে লায়ন, সেলস ম্যানেজাররাLions & NE Sales Managers on road to create traffic awareness
১৮ মার্চঃ পথ নিরাপত্তা ও ট্রাফিক রুলস সম্পর্কে সচেতন করতে সাধারণ জনতাই পথে নামলেন। গত ১০ মার্চ লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার ও নর্থ ইস্ট সেলস ম্যানেজারস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শিলচর শহরে সচেতনতা অভিযান চালান। হ্যালমেট বিহীন মোটর সাইকেল চালকদের সঙ্গে কথা বলেন। হ্যালমেট যে নিজের জন্যই অপরিহার্য, তাদের বোঝান।
ট্রাফিক রুলস সম্পর্কে তারা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। সেদিন তাঁদের পাশে ছিলেন ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস সহ বিভাগের অফিসার-কর্মীরা। তাদের মোবাইল ভ্যান সঙ্গে ছিল। মাইকে সচেতনতামূলক নানা মূল্যবান কথা প্রচার করা হয়। সদরঘাট, ইন্ডিয়া ক্লাব, দেবদূত মোড়, নাজিরপট্টি, প্রেমতলা, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, ন্যাশনাল হাইওয়ে প্রভৃতি স্থানে সবাই মিলে বোঝান শহরের যানজট নিরসনে কী কী করণীয়, দুর্ঘটনা রোধে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ইত্যাদি।
এই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি তথা সেলস ম্যানেজার সংস্থার কেন্দ্রীয় সহ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, সম্পাদক অনুপ দত্ত, কল্যাণ রায়, আনন্দ ঘোষ, পিনাক মোহন্ত, দেবরাজ ধর, চিত্রদীপ চক্রবর্তী, সৌমেন ভট্টাচার্য, অসীম নাথ, পল্লব দাস প্রমুখ।
|