Barak UpdatesHappenings
দুঃস্থ মহিলাদের শাড়ি বিতরণ করল লায়ন্স গ্রেটার
Lions Greater distributes saree among the poor

১৩ অক্টোবর : গরিব ও অসহায় মহিলাদের শাড়ি বন্টন করলেন লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সদস্যরা। পুজোর মুখে ক্লাব সদস্যরা ছোট দুধপাতিল গ্রাম সহ শিলচর শহরের বিভিন্ন স্থানে থাকা মহিলাদের মধ্যে প্রায় একশ’ শাড়ি বিত্রণ করা হয়। ছোট দুধপাতিল গ্রামের শ্রীবনশক্তি দুর্গাবাড়ি মণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে মহিলাদের হাতে শাড়িগুলো তুলে দেন ক্লাব সদস্যরা।
এই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব শিলচর গ্রেটারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত, সহ-সভাপতি আনন্দ ঘোষ, ডিরেক্টর ইন্দ্রনীল রুদ্রগুপ্ত ও সদস্য রিংকু কর। পাশাপাশি শিলচর শহরে অস্থায়ীভাবে আশ্রিত কিছু মহিলাকেও এ দিন শাড়ি বিতরণ করা হয়েছে। সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত বলেন, লায়ন্স ক্লাব সারা বছর ধরেই ধারাবাহিকভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাড়ায়। তবে কোনও ঊতসব অনুষ্ঠানের আগে তা বিশেষভাবে আয়োজন করা হয়।