Barak UpdatesHappeningsBreaking News

ধসে মৃত ২১: বৃহস্পতিবার বরাকে আসছেন মুখ্যমন্ত্রী
CM Sonowal to visit Barak Valley to take stock of landslips occurrence, COVID-19 situation

৩ জুনঃ ধসে মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে। কাছাড় ও হাইলাকান্দিতে ৭ জন করে এবং করিমগঞ্জে ৬ জনের মৃত্যুর পর রাতে হাইলাকান্দি জেলার বাউয়ারতলে রূপচাঁদ সরকার (৪৫) নামে আরও একজনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়। এই মর্মান্তিক মৃত্যু পরবর্তী অবস্থা এবং ধসের ভয়াবহতা স্বচক্ষে দেখতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাক উপত্যকা সফরে আসছেন। তিন জেলার ক্ষয়ক্ষতিই তিনি আকাশপথে পর্যবেক্ষণ করবেন। কথা বলবেন স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে।

মুখ্যমন্ত্রী সোনোয়াল বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় বিমানবাহিনীর বিশেষ বিমানে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারে প্রথমে যাবেন করিমগঞ্জে। আকাশপথে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে তিনি সেখানে অস্থায়ী হেলিপেডে নামবেন। সেখানেই জেলার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সোয়া ১টায় বেরিয়ে পড়বেন হাইলাকান্দির অবস্থা সরেজমিনে দেখতে। পরে বেলা ২টায় তাঁর হেলিকপ্টার সেখানকার অস্থায়ী হেলিপেডে অবতরণ করবে। একই ধাঁচে সেখানেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিকাল ৩টায় তিনি হাইলাকান্দি থেকে শিলচরের উদ্দেশে উড়বেন। ৩টা ২৫ মিনিটে নামবেন শিলচরের অস্থায়ী হেলিপেডে। বৈঠক করবেন জেলার বিভিন্ন বিভাগের শীর্ষকর্তাদের সঙ্গে। কথা বলবেন সাংবাদিকদের সঙ্গেও।

সোয়া ৪টায় মুখ্যমন্ত্রী সোনোয়াল শিলচর থেকে হেলিকপ্টারে কুম্ভীরগ্রামের উদ্দেশে রওয়ানা হবেন। বিমানবন্দরে কিছু সময় বসে বিকেল ৫টায় বিমানবাহিনীর বিশেষ বিমানেই গুয়াহাটিতে ফিরে যাবেন।

June 3: Assam Chief Minister Sarbananda Sonowal on Thursday will undertake a day-long visit to South Assam’s Barak Valley to take stock of the situation in the wake of a series of landslides that killed 21 persons in three districts.

After reaching Kumbhirgram Airport in Silchar by IAF aircraft in the morning, Chief Minister Sonowal will undertake aerial survey of the landslide spots at Karimganj, Hailakandi and Cachar districts. The Chief Minister will hold meetings with the senior officials of the district administrations of the three districts on flood preparedness and on COVID-19 situation. Sonowal is also likely to inspect institutional quarantine facilities and isolation wards in hospitals during his visit to the valley.

The Chief Minister will hand over ex gratia cheques for Rs.4 lakh each to the next of kin of those who died in the landslips at Mohonpur Grant and Chandipur Grant under Hailakandi and Algapur revenue circles, respectively. Eight persons, including four children died when huge mounds of earth fell on their makeshift houses in the wee hours on Wednesday.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker