Barak UpdatesHappeningsBreaking News

লক্ষ্মীনগর চৌকি থেকে পলাতক দুই ইভটিজারকে ফের গ্রেফতার

ওয়েটুবরাক, ৮ নভেম্বর : গত ২২ অক্টোবর হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর পেট্রল পোস্ট থেকে পালিয়ে যাওয়া দুই যুবককে মঙ্গলবার পুলিশ ফের গ্রেফতারে সক্ষম হয়েছে। তাদের ইভটিজিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু রাতে হ্যান্ডকাফ খুলে লালা থানার লক্ষীনগর পেট্রল পোস্ট থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, পলাতক কালাউদ্দিন লস্কর ও কাদিরুদ্দিন লস্করকে ফের ধরে আনার জন্য সব সূত্রকে ব্যবহার করেছিলেন তারা। এ দিন এরই সুফল মিলেছে। কালা ও কাদিরের বিরুদ্ধে অভিযোগ, নবম শ্রেণির এক ছাত্রীকে এরা উত্যক্ত করছিল। কখনও গাড়িতে তুলে নিতে চাইত, কখনও মোবাইল সেট উপহার দেওয়ার চেষ্টা করত। ছাত্রীটি আপত্তি করলে তাকে হত্যারও হুমকি দেয়। ধৃতদের বিরুদ্ধে আগেই পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছিল। এখন পালিয়ে যাওয়ার জন্য যুক্ত হয়েছে আরও নতুন ধারা।

এ দিকে, হাইলাকান্দি জেলার বিভিন্ন স্কুলের সামনে ইভটিজিংয়ের ঘটনা বেড়ে চলায় অভিভাববকরা উদ্বেগে। তাঁরা এ ব্যাপারে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছ আর্জি জানান।

ইভটিজিং করে শনিবারও জেলে গেল হাইলাকান্দি জেলার বিলাইপুরের সাত যুবক। এরা দল বেঁধে গাড়ি নিয়ে বেরিয়ে সপ্তম শ্রেণির দুই ছাত্রীর উদ্দেশে নাগাড়ে কুমন্তব্য করছিল। ছাত্রীরা স্কুলে গিয়ে কান্নাকাটি করে শিক্ষকদের বিষয়টি জানায়। লালার চন্দ্রপুর এমই স্কুলের শিক্ষকরা মোটর সাইকেল নিয়ে পিছু ধাওয়া করে গাড়িটিকে আটকায়। ইভটিজিংয়ের প্রতিবাদে সরব হন এলাকাবাসীও। উত্তমমধ্যম দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পকসো আইনে সাত যুবককে অভিযুক্ত করে আদালতে তুললে বিচারক তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। ধৃতরা হলো কাসিমুদ্দিন, রেজাউল ইসলাম বড়ভুইয়া, সমীরুদ্দিন, শরিফুদ্দিন, আফজল হোসেন, আমির হোসেন ও নজমুল হক। সবার বাড়ি হাইলাকান্দি জেলার বিলাইপুরে। ছাত্রীরাও একই এলাকার। তারা প্রধান শিক্ষককে জানায়, বাড়ি থেকে স্কুলে আসার পথে প্রায়ই এরা জ্বালাতন করে। উদ্বেগ-আতঙ্কে তারা স্কুলে যাতায়াত করে। প্রধান শিক্ষক নিজে ইভটিজারদের বিরুদ্ধে এজাহার দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker