Barak UpdatesHappeningsBreaking News

প্রশাসনিক ক্ষিপ্রতা, জয়পুরে দুর্ঘটনার দিনেই পরিবারকে ২৮ লক্ষ টাকা
Lightning action, 28 lakh given to family of deceased in landslide at Joypur in Cachar

২ জুন: দুর্ঘটনার ১০ ঘণ্টার মধ্যে নিকটাত্মীয়ের হাতে তুলে দেওয়া হল এককালীন অনুদান৷ সাত নিহতের মাথাপিছু চার লক্ষ টাকা হিসেবে একেবারে ২৮ লক্ষ টাকা৷ বিধায়ক মিহিরকান্তি সোম, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের উপস্থিতিতে ২৮ লক্ষ টাকার চেক তুলে দেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়৷

Rananuj

৯ সদস্যের পরিবারে এই সময়ে শুধু ১৮ বছরের শাহ আলম ও তাঁর মা তাইমুন্নেসা লস্কর বেঁচে আছেন৷ গাড়ির খালাসির পেশায় নিযুক্ত শাহআলম সোমবার রাতে বাড়িতে যায়নি৷ ফলে মঙ্গলবার ভোরের ঘটনার সময় সে বাড়ি ছিল না৷ তাইমুন্নেসা লস্কর নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান৷ পেছন দিকের টিলায় গাছ ভেঙে পড়ার শব্দ শুনে ঘর থেকে বেরিয়েছিলেন৷

কিন্তু শুধু কি আর গাছ! পুরো টিলা ধসে পড়ে তাদের ঘরের ওপর৷ কাউকে ডেকে বলার সুযোগ পাননি৷ নিজেও মাটিচাপা পড়েছিলেন৷ তবে ঘরের বাইরে থাকায় বুক-পিঠ মাটির নীচে ঢুকে পড়লেও মাথা উপরে থাকে৷ প্রতিবেশীরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে জয়পুর হাসপাতালে পাঠায়৷ তিনি এখনও সেখানেই চিকিৎসাধীন৷ তাই চেকটি তাইমুন্নেসা লস্করের নামে হলেও জয়পুর থানায় ডেকে চেকটি তুলে দেওয়া হয় তাঁর ছেলে শাহআলমের হাতে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker