NE UpdatesHappeningsBreaking News
১১৫ দিনে আলফার ডেরা থেকে মুক্ত কুইপ আধিকারিক
৩ এপ্রিল : তেল খননকারী সংস্থা কুইপের অপহৃত আধিকারিককে শেষমেশ মুক্তি দিয়েছে জঙ্গি সংগঠন আলফা স্বাধীন। ১১৫ দিন আলফা স্বাধীনের শিবিরে বন্দি থাকার পর শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার নামপঙের লংভি বস্তিতে কুইপের আধিকারিক প্রণব কুমার গগৈকে মুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর অরুণাচল প্রদেশের চাংলাং জেলারই দায়নুর থেকে শিবসাগরের বাসিন্দা প্রণব কুমার গগৈ ও বিহারের রাম কুমারকে অপহরণ করেছিল আলফা।
এদিকে, মুক্তি পেয়ে সাংবাদিকদের প্রণব কুমার গগৈ জানান, গত ৪ মার্চ রাম কুমারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ফলে তার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে গত কয়েক দিনে আলফার পক্ষ থেকে তার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করা হয়নি। তাঁকে বিভিন্ন চলন্ত শিবিরে রাখা হয়েছিল। এমনকি তাঁর স্বাস্থ্য ও খাওয়া দাওয়ার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।