Barak UpdatesHappeningsBreaking News
লিও-লায়ন শিলচর গ্রেটারের বহুমুখী কর্মশালা ও প্রকল্পLeo & Lions Club of Silchar Greater organises 2 workshops
ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : লিও ক্লাব অফ শিলচর গ্ৰেটারের উদ্যোগে গত ২৩ এপ্রিল শিলচরের গোলদিঘি মলের এক কনফারেন্স হলে দুটি যুব-ছাত্র কর্মশালা অনুষ্ঠিত হয়৷ বিষয় ছিল ” ইংরেজি ভাষা দিবস” এবং “জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস” । সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অফ শিলচর গ্ৰেটার।
এই কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য এবং গুরুচরণ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নারায়ণ চন্দ্র মজুমদার। ইংরেজি ভাষাজ্ঞান, শেক্সপিয়ার সাহিত্য এবং পঞ্চায়েতি রাজ নিয়ে অনেক তথ্য তাঁরা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর কমিশনার রাজেশকুমার দাস, লায়ন্স ক্লাব ইন্টারন্যশনেলের রিজিয়ন চেয়ারপার্সন সব্যসাচী রুদ্র গুপ্ত, লায়ন্স ক্লাব শিলচর গ্রেটারের সভাপতি ও সম্পাদক ক্রমে আনন্দ ঘোষ ও লাকি দাস, লিও ক্লাবের জোন চেয়ারপার্সন দেবস্মিতা বিশ্বাস প্রমুখ।
স্বাগত বক্তব্য প্রদান করেন লিও ক্লাব শিলচর গ্রেটারের সভানেত্রী নেহা চক্রবর্তী। পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন ক্লাব ডিরেক্টর দেবস্মিতা ভট্টাচার্য এবং সৌম্যজ্যোতি ভট্টাচার্য। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সম্পাদক পর্ণশ্রী দাস। উপস্থিত ছিলেন অন্যান্য ক্লাবের সদস্যরাও।
এছাড়াও গত ২২ এপ্রিল আয়োজন করা হয় এক বৃত্তিমূলক প্রশিক্ষণের। সহযোগিতায় ছিল আমার খেলাঘর। লিও ক্লাব অফ শিলচর গ্ৰেটারের সদ্য প্রাক্তন সভানেত্রী ও আমার খেলাঘরের কর্ণধার দেবস্মিতা বিশ্বাস ছিলেন প্রশিক্ষকের ভূমিকায়। তিনি এম্ব্রয়ডারি ও বেশ কিছু হাতের কাজ নৈপুণ্যের সঙ্গে শিখিয়ে দেন সুবিধাবঞ্চিত তরুণী-কিশোরীদের, যাতে তাদের নিজেদের কাজের বিশেষ দক্ষতায় তারা কিছু উপার্জন করতে পারেন।
বিশ্ব ঐতিহ্য দিবসেও এক অসাধারণ প্রকল্প হাতে নেয় ক্লাব। গত ১৮ এপ্রিল বরাক উপত্যকার ঐতিহ্যকে কেন্দ্র করে এক ফেস-টু-ফেস কুইজের ব্যবস্থা করা হয়, যেখানে শহরের বিভিন্ন জায়গায় মানুষদের কিছু প্রশ্ন করা হয় শহরের ইতিহাস নিয়ে। এই উদ্যোগের পেছনে একমাত্র উদ্দেশ্য ছিল, এই উপত্যকার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে মানুষকে সচেতন করা। এই প্রকল্পটির সঞ্চালনায় ছিলেন শ্বেতা রায় এবং সহযোগিতায় পূরবী দাস। এই দুটি প্রকল্পেও সহযোগিতায় ছিলো লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার।