Barak UpdatesHappeningsBreaking News

Last rites of Abhijit performed, Hailakandi peaceful
অভিজিতের শেষকৃত্য সম্পন্ন, হাইলাকান্দি শান্ত

১১ ফেব্রুয়ারি: চাপা ক্ষোভ আর মৃদু উত্তেজনার মধ্যেই রবিবার বিচারসভায় নিহত অভিজিৎ শর্মা মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়৷ বিজেপি নেতৃত্বের সময়োচিত পদক্ষেপ এবং দুষ্কৃতীদের গ্রেফতারে পুলিশি সাফল্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখে৷ মুখ্য অভিযুক্ত সাইবুর রহমান, তার বাবা বাবুই আলি ও রহিমুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ আদালতে তোলে৷ বিচারকের নির্দেশে তাদের পরে জেলে পাঠিয়ে দেওয়া হয়৷

Rananuj

সোমবার সকালে বিভিন্ন সংগঠন ও মৃতের আত্মীয়-পরিজনরা দোষীদের গ্রেফতার, দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ, অভিজিতের স্ত্রীর চাকরি এবং যে জমি নিয়ে বিতর্ক সেই জমি প্রকৃত মালিক প্রতাপ রায়কে হস্তান্তরের দাবি তোলে৷ দাবি মেটানো না হলে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন তারা৷ উত্তেজনা ছড়িয়ে পড়ার আগেই সেখানে বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, যুব কংগ্রেস নেতা সৈকত দত্ত চৌধুরী প্রমুখ শর্মা মজুমদারের বাড়ি ছুটে যান৷

শিলচর থেকে পৌঁছান আলগাপুর আসনের গতবারের প্রার্থী তথা জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই৷ তাঁরা নিহতের পিতা-পত্নীর সঙ্গে কথা বলেন৷ উপস্থিত জনতার সামনেই মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সমস্ত ঘটনা জানান৷ মন্ত্রী স্পিকার-অন মোবাইলে সমস্ত দাবি মেনে নেন৷ এর পরই অভিজিতের মৃতদেহ ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজে পাঠানো হয়৷ নির্বিঘ্নে শেষকৃত্যও সম্পন্ন হয়৷

Also Read: Man allegedly murdered in a land dispute incident in Hailakandi, 3 more severely injured

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker